ইকোপার্কের কার্যক্রম বন্ধের দাবিতে ঝাড়ু মিছিল

প্রকাশ | ০৭ আগস্ট ২০২২, ০০:০০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় ভিটে-মাটি রক্ষার দাবিতে ঝাড়ু হাতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল -যাযাদি
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বাসিন্দাদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করে প্রস্তাবিত ইকোপার্কের কার্যক্রম বন্ধের দাবিতে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে। শুক্রবার বিকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মহিলাদের ঝাড়ু মিছিল শুরু হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শতশত নারী-পুরুষ শান্তিপূর্ণভাবে অবস্থান করে মহাসড়ক অবরোধ করে। এতে দুই পাশের মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকে। সড়ক অবরোধের সময় সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মুহাম্মদ রেজাউল করিম রিপন, বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার সোহেল খান, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন। বক্তব্যে তারা বলেন, হবিরবাড়ীতে ইকোপার্ক স্থাপনের ফলে কয়েকশ বাড়িঘর উচ্ছেদ করতে হবে। তারা দ্রম্নত প্রস্তাব বাতিল করতে বলেন, না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার কথা জানান।