বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় মুজিব কর্নারের উদ্বোধন

ম স্টাফ রিপোর্টার, বগুড়া
  ০৯ আগস্ট ২০২২, ০০:০০

শোকাবহ আগস্টে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে মুজিব কর্নারের উদ্বোধন করা হয়েছে। শনিবার রাতে আলোকচিত্রের মাধ্যমে এই মুজিব কর্নারের উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন। এ সময় বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রশিদসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুজিব কর্নারে জাতির পিতার দিক-নির্দেশনামূলক উক্তি ও আত্মজীবনী ছাড়াও বরেণ্য লেখকদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বই এতে স্থান পেয়েছে। এ ছাড়া দৃষ্টিনন্দন এই মুজিব কর্নারে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর বর্ণিল সংগ্রামী জীবনের দুর্লভ কিছু আলোক চিত্র। ভাষা আন্দেলন থেকে মুক্তিযুদ্ধ। বাঙালির মুক্তি সংগ্রামের প্রতিটি পর্যায়ে বঙ্গবন্ধুর ভূমিকা চিত্রায়িত হয়েছে মুজিব কর্নারে। পুলিশ সুপার কার্যালয়ের আশা দর্শনার্থী ও নতুন প্রজন্ম বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু জীবন, সংগ্রাম ও প্রকৃত ইতিহাস জানতে অনুপ্রাণিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে