শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অবৈধ জালে মৎস্য নিধনের মহোৎসব

ম উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
  ০৯ আগস্ট ২০২২, ০০:০০

বরিশালের উজিরপুরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন খালে অসাধু ব্যবসায়ীরা অবৈধ চায়না দেউড়ি জাল পেতে অবাধে মৎস্য নিধনের মহোৎসবে মেতে উঠেছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার ওটরা বাজার থেকে মশাং বাজার প্রায় ৬ কিলোমিটার খালজুড়ে কয়েকশ অবৈধ চায়না দেউড়ি জাল, গড়াসহ বিভিন্ন পন্থায় অবাধে মৎস্য নিধন করা হচ্ছে। এছাড়াও বামরাইল, হারতা, সাতলা, উজিরপুর, ধামুরা, গুঠিয়াসহ বিভিন্ন স্থানে অবৈধ জালের ব্যবহার হচ্ছে।

স্থানীয়রা জানান, এ জাল ব্যবহারে সব প্রকার পোনামাছ নিধন হচ্ছে। অসাধু মৎস্য ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রম্নত আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে অদূর ভবিষ্যতে সব ধরনের দেশীয় মাছ বিলুপ্ত হবে।

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামান জানান, 'অবৈধ জালপাতা নিয়ে আমাদের দপ্তর উপজেলা থেকে শুরু করে প্রত্যেকটি এলাকায় মাইকিং করে সতর্কবাণী পৌঁছে দেওয়া হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে। এরপরও আইনকে উপেক্ষা করা হলে অসাধু মৎস্য ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে