সম্প্রীতি বিনষ্টকারীকে ছাড় না দিতে এমপির হুঁশিয়ারি

প্রকাশ | ০৯ আগস্ট ২০২২, ০০:০০

ম পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
'সামাজিক-সম্প্রীতি বিনষ্টকারী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না' বলে হুঁশিয়ারি দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. জিলস্নুল হাকিম এমপি। পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে সোমবার সামাজিক সম্প্রীতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এখানে সবাই মিলেমিশে বসবাস করে। কেউ সামাজিক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না, সবাই মিলেমিশে একটি সুন্দর সমাজ গড়তে হবে। পাংশা ইউএনও মোহাম্মাদ আলীর সভাপতিত্বে সামাজিক সম্প্রীতি কমিটির প্রথম সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল প্রমুখ।