শহীদ প্যারীমোহন আদিত্যের ৫১তম প্রয়াণ দিবস

প্রকাশ | ০৯ আগস্ট ২০২২, ০০:০০

ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শহীদ মুক্তিযোদ্ধা প্যারীমোহন আদিত্যের ৫১তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঘাটাইল প্রেস ক্লাব কার্যালয়ে খান ফজলুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু। অন্যদের মধ্যে পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, জিবিজি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম মনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া উপস্থিত ছিলেন। উলেস্নখ্য, নাট্যকার, অভিনয়শিল্পী ও সৎসঙ্গ পত্রিকার সহসম্পাদক প্যারীমোহন আদিত্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখতেন। বীর মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিতেন এবং সহায়তা করতেন। এ খবর স্থানীয় রাজাকারদের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী জেনে যায়। তারা টাঙ্গাইলের ঘাটাইলে সৎসঙ্গ আশ্রমে অভিযান চালিয়ে তাকে হত্যা করে। শহীদ প্যারীমোহন আদিত্যের জন্ম ১৯৩৪ সালের ৫ জুন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া গ্রামে। ছোটবেলা থেকেই নাটক, যাত্রাপালা লেখা এবং অভিনয়ে জড়িয়ে পড়েন। এলাকার সব সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে তিনি মুখ্য ভূমিকায় থাকতেন।