বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত

দিনটি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, আর্থিক অনুদান, সেলাই মেশিন বিতরণ ও বৃক্ষরোপণ এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়

প্রকাশ | ০৯ আগস্ট ২০২২, ০০:০০

ম স্বদেশ ডেস্ক
নানা কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশে জেলা-উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী নারী, বাঙালির সব লড়াই-সংগ্রাম ও আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। দিনটি উপলক্ষে সোমবার কেক কাটা, আলোচনা সভা, আর্থিক অনুদান, সেলাই মেশিন বিতরণ ও বৃক্ষরোপণ এবং শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছে জেলা-উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- আমাদের বরিশাল অফিস জানিয়েছে, দিনটি উদযাপন উপলক্ষে বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে জন্মদিনের অনুষ্ঠান উপভোগ করা হয়। পরে বরিশাল জেলার ১০ উপজেলার ৭৭ জন ও সিটি করপোরেশন এলাকার ৩০ জন দরিদ্র অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং পাশাপাশি ৩০ জন দরিদ্র অসহায় নারীকে ২ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বিপিএম (বার), জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম ও মহানগর মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কোহিনুর বেগম। স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে স্থাপিত জনসেবা চত্বরে প্রথমে জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর ইউএনও রানুয়ারা খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ তাদের পরিবারের সব শহীদের আত্মার মাগফেরাতসহ প্রধামন্ত্রী শেখ হাসিনা ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। লক্ষ্ণীপুর প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরে জনগণের অভিযোগ শোনার জন্য নবনির্মিত জনতার ঘরে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসম ভুঁইয়া গাছের চারা বিতরণ, নগদ অর্থপ্রদান, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু। মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সভাপতি সৈয়দ আহাম্মদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাহমুদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সুমন বিন আবু তাহের প্রমুখ। নাটোর প্রতিনিধি জানান, নাটোরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহম্মেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ কর্মকর্তারা। গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অলিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহমুদা বেগম পারুল, পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহমেদ, গাইবান্ধা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, পৌর সভাপতি শেখ বশিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফা খানম, জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন। কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে ইউএনও মো. আসসাদিকজামানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, এসি ল্যান্ড শাহিনা আক্তার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, কালীগঞ্জ থানার ওসি আনিসুর রহমান, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তথ্য আপা সুবাহ তামান্না, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজা পারভীন প্রমুখ। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার কেরানীগঞ্জে ইউএনও হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসি ল্যান্ড আমেনা মারজান, মডেল থানার সহকারী কমিশনার শেখ আতাউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমান, কৃষি অফিসার শহিদুল আমীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী। সভাপতিত্ব করেন ইউএনও শরীফুল আলম তানভীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, এসি ল্যান্ড তাসনিম আক্তার। সুজানগর (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। ইউএনও রওশন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কলেস্নাল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সানজিদা মুজিব, থানার ওসি আব্দুল হান্নান। স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া মাঠে মুক্তমঞ্চে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুহেল মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন প্রমুখ। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হলরুম প্রাঙ্গণে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা পরিষদ হলরুমে বঙ্গমাতার জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও মাহমুদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। আলোচনা শেষে ১০ প্রশিক্ষিত নারীকে ১০টি সেলাই মেশিনসহ নগদ টাকা প্রদান করা হয়। এ সময় পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া, সেলিনা বেগম সুমী প্রমুখ উপস্থিত ছিলেন। কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি জানান, কাহারোল উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। ইউএনও মনিরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী, কাহারোল থানার ওসি রইচ উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার প্রমুখ। ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন ইউএনও মো. মনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, তহুরা খানম। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি জানান, সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। ইউএনও নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়ের পরিচালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, এসি ল্যান্ড আসমা জাহান সরকার, দর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক প্রমুখ। বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার বোরহানউদ্দিনে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। আরও বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামীম, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম প্রমুখ। লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাইয়ে আলোচনা সভায় ইউএনও মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে অংশগ্রহণ করেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু হেনা মো. মস্তুফা জামান, কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম কুমার, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুল কাশেম প্রমুখ। বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের বড়াইগ্রামে ইউএনও মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন। প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। অন্যদের মধ্যে বক্তৃতা করেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, এসি ল্যান্ড বোরহান উদ্দিন মিঠু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী প্রমুখ। দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে ইউএনও আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরদার আবু সালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান প্রমুখ। কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কাপাসিয়ায় ইউএনও একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে ও উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, রওশন আরা সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুলস্নাহ প্রমুখ। ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের ধর্মপাশায় ইউএনও মুনতাসির হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমান হাসান বিপস্নব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস প্রমুখ। মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের মোলস্নাহাটে ইউএনও মো. ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। উপস্থিত ছিলেন এসি ল্যান্ড অনিন্দ্য মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম মোলস্না, থানার ওসি সোমেন দাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা প্রমুখ। গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর গোদাগাড়ীতে ইউএনও মো. জানে আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রবন্ধ পাঠ করেন গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুল। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল মালেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি ও গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম। পলাশ (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ফারহানা আফসানা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুলস্নাহ আল মামুন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউলস্নাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন প্রমুখ। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার পূর্বধলায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি ছিলেন এসি ল্যান্ড নাসরিন বেগম সেতু, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার প্রমুখ। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ইউএনও আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালি জামিল খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরাইল থানার ওসি আসলাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ প্রমুখ। আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এসি ল্যান্ড কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল প্রমুখ। টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পুনাক সভানেত্রী জিসান মির্জার উদ্যোগে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত উপজেলার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান, পুনাকের সাংগঠনিক সম্পাদিকা ওয়াহিদা ওহাব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডা. প্রথমা রহমান সিদ্দিকী, উৎপাদন ও বিপণন সম্পাদিকা মেহের আফরোজ প্রমুখ। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার শিবগঞ্জে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারী পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল তানভীর আহম্মেদ, এসি ল্যান্ড মো. তাসনিমুজ্জামান, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তারক নাথ কুন্ডু, শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস প্রমুখ। গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ে ফ্রি রক্তের গ্রম্নপ নির্ণয়ের ক্যাম্পেইন চলে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, শিক্ষক আমিনুল ইসলাম, এএসএম শফিক, হাজেরা সুলতানা, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুল আওয়াল প্রমুখ। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর চাটখিলে ইউএনও ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। উপস্থিত ছিলেন পৌর মেয়র নিজামুদ্দিন ভিপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান এসএম বাকীবিলস্নাহ প্রমুখ। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, জেলার দুর্গাপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় ইউএনও রাজীব-উল-আহসানের সভাপতিত্বে স্মৃতিচারণ করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরিন, প্রেস ক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক প্রমুখ। অন্যদিকে, উপজেলা ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জির আয়োজনে তার বাসভবন চত্বরে দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন বিরিশিরি বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা বরকত উলস্নাহ। এ সময় যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজন শেখ, ওয়ার্ড যুবলীগের সভাপতি নূর নবী, আবুল কাশেম, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ডোমার (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডোমারে ইউএনও রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন, ডোমার থানার ওসি মাহমুদ উন নবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ প্রমুখ। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা সভাপতি ও চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।