বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে সহায়তা

ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
  ১২ আগস্ট ২০২২, ০০:০০

হবিগঞ্জের লাখাই উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবার পাচ্ছেন ঘরবাড়ি মেরামতের জন্য প্রধানমন্ী্ত্রর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা। এই লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তত্ত্বাবধানে প্রতিটি ইউনিয়ন থেকে পৃথক পৃথক তালিকা প্রণয়ন করা হয়। উপজেলার ৬টি ইউনিয়নে ১৯০টি পরিবার এবং ৬নং বুলস্না ইউনিয়নের ৪৫টি পরিবারসহ মোট ২৫০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেক পরিবার ঘর মেরামত করা জন্য ১০ হাজার টাকা পাচ্ছেন বলে নিশ্চিত করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলী নুর। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দিন জানান, প্রধানমন্ী্ত্রর পক্ষ থেকে সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে ঘরে ঘরে গিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা তাদের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ঘর মেরামতের জন্য এই অর্থ প্রদান করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে