শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচন সময়মতো হবে আবারও নৌকার জয় হবে -এমপি নজিবুল বশর

ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১২ আগস্ট ২০২২, ০০:০০
চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সৈয়দ নজিবুল বশর মাইজভন্ডারি এমপি -যাযাদি

ফটিকছড়ি সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভন্ডারি এমপি বলেছেন, 'জ্বালানি তেলের দাম একসঙ্গে এত বেশি বাড়ানো উচিত হয়নি। যেহেতু বিশ্ববাজারে বেড়ে গেছে বাড়ানো দরকার, সে ব্যাপারে দ্বিমত করি না। তবে সেটা ধীরে ধীরে বাড়ালেই ভালো হতো। যেহেতু জ্বালানি তেলের দাম বেড়ে গেছে এখন সবকিছুর দাম বেড়ে যাবে। জনগণের ভোগান্তি হোক সেটা আমরা চাই না। তাই সরকারের কাছে আমি অনুরোধ করব এ ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া হোক। একইসঙ্গে অনেকে আবার বলে যে, এর দ্বারা আগামী নির্বাচনে বিশাল প্রভাব পড়বে। আমি বলতে চাই, আগামী নির্বাচনে ইনশালস্নাহ আবারো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নৌকা নিয়ে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হবেন। এটাই হচ্ছে বাস্তব সত্য।'

ফটিকছড়িতে উপজেলা পরিষদ মাসিক সাধারণ সভা এবং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। বুধবার সকালে উপজেলা জহুরুল হক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে কৃষি প্রযুক্তি মেলা '২২ উপলক্ষে বর্ণাঢ্য র?্যালি ও কৃষিমেলা উদ্বোধন করেন এমপি।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান সালামত উলস্নাহ চৌধুরী শাহীন, ইউএনও সাব্বির রাহমান সানি, এসিল্যান্ড এটিএম কামরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাবীল চৌধুরী, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, নির্বাচন অফিসার দেবাশীষ দাস, ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার, ভূজপুর থানার ওসি সাব্বির মোহাম্মদ হেলাল উদ্দিন ফারুকীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডা. সেলিম রেজা, 'একটি বাড়ি, একটি খামার প্রকল্প' কর্মকর্তা গৌতম সেন, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেনসহ ফটিকছড়ির সব ইউপি চেয়ারম্যান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক এবং সাংবাদিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে