চার জেলায় মানববন্ধন

প্রকাশ | ১৫ আগস্ট ২০২২, ০০:০০

স্বদেশ ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়িতে মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ -যাযাদি
চার জেলায় বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর, চট্টগ্রাম, পটুয়াখালী ও নোয়াখালী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমাদের নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় একটি ক্লিনিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক হাসান মিসবাহ ও সাজু মিয়াকে আটক করে মারধরের ঘটনার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে মানববন্ধন সমাবেশ হয়েছে। রোববার নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ-বিরামপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মিলন, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. সুলতান মাহমুদ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম। এদিকে ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে মজুরি বৃদ্ধির দাবিতে ফটিকছড়িতে চা শ্রমিকদের কর্মবিরতির পর এবার প্রায় ৩ হাজার শ্রমিক অনতিবিলম্বে দ্বি-পাক্ষিক ২০২১-২২ সালের চুক্তি বাস্তবায়নের পক্ষে মজুরি বৃদ্ধির জন্য প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন। শনিবার উপজেলার কর্ণফুলী চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, পঞ্চায়েত কমিটি ও চা শ্রমিকদের ব্যানারে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি নিরঞ্জন নাথ, পঞ্চায়েত কমিটির সভাপতি বিপস্নব দে, ১০নং লাইন এর সবুজ দে, শ্রমিক সর্দার মো. জাবেদ হোসেন, চা শ্রমিক মিলন দে, পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি শুকতারা, নিরবালা, মহিলা সর্দার বেবীরানী, কুলুবালা প্রমুখ। দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর দুমকিতে দুর্নীতি ও নারী কেলেঙ্কারীর অভিযোগে উপজেলার মুরাদিয়া আজিজ আহম্মেদ কলেজের অধ্যক্ষ আহসানুল হকের অপসারণ দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রোববার উপজেলার মুরাদিয়া বোর্ড অফিস বাজারের কলেজ গেট সড়কে শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচি পালন করে। এ সময় বক্তৃতা করেন প্রথম বর্ষের শিক্ষার্থী তাজবি, সানিয়া আক্তার, সানাউল, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বেলাল হোসেন, বিথী আক্তার। সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর সুবর্ণচরে উপকূলীয় সব মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানববন্ধনকারীরা সড়কে খালি কলস রেখে প্রতিবাদ জানায়। রোববার উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সুমন, সমাজ উন্নয়ন কর্মকর্তা কেফায়েত উল্যা, আঞ্চলিক ব্যবস্থাপক জাকির হোসেন, সুবর্ণচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারি বাবলু।