শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতি বৃহস্পতিবার বন্ধ ঘোষণা

ম রংপুর প্রতিনিধি
  ১৮ আগস্ট ২০২২, ০০:০০

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকবে। বুধবার বেরোবি উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে জ্বালানি ও বিদু্যৎ সাশ্রয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ৪১তম জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা মোতাবেক জ্বালানি ও বিদু্যৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতি বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। অ্যাকাডেমিক কার্যক্রম যথারীতি চালু রাখার স্বার্থে শুধুমাত্র বৃহস্পতিবার অনলাইনে ক্লাস চালু থাকবে। তবে সব ধরনের পরীক্ষা কার্যক্রম সশরীরে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বেরোবি সপ্তাহে দুদিন শুক্রবার ও শনিবার বন্ধ থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে