বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

প্রকাশ | ১৮ আগস্ট ২০২২, ০০:০০

ম মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। ৯৯৯-এ ফোনকলের মাধ্যমে সংবাদ পেয়ে সকালে তাদের গভীর সমুদ্র থেকে উদ্ধার করা হয়। সোমবার মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের লে. কমান্ডার এম মামুনুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। জানা যায়, 'এফবি ছোট হুজুরের দোয়া' নামক একটি ফিশিং ট্রলার ১২ আগস্ট ভান্ডারিয়া উপজেলা থেকে ১৩ জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। গভীর সমুদ্রে বিচরণকালে ১৩ আগস্ট হঠাৎ ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরবর্তী সময়ে ফিশিং ট্রলারটি ভাসতে ভাসতে শ্যালাচর এলাকায় পৌঁছায় এবং ৯৯৯-এ ফোন করে ভাসমান অবস্থায় আছে বলে জানায়। এ খবর পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে মঙ্গলবার জেলে পরিবার ও ট্রলার মালিকপক্ষের কাছে হস্তান্তর করে।