সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৮ আগস্ট ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
দোয়া মাহফিল ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগ মুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল-পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব ফকরুজ্জামান মতিনের সঞ্চালনায় এবং বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাদশা, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম কারী, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স। \হ বৃক্ষরোপণ কর্মসূচি ম বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের বোয়ালমারীতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বোয়ালমারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গুনবহাস্থ শাখা কার্যালয়ে বুধবার দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শাখা ব্যবস্থাপক মোল্যা নাছির আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জোনাল ম্যানেজার মো. গোলাম কুদ্দুছ। এ সময় উপস্থিত ছিলেন জোনাল অফিসার (অডিট) মো. মতিয়ার রহমান, এরিয়া ম্যানেজার অরবিন্দু কুমার পাল প্রমুখ। মিলাদ মাহফিল ম দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি রাজশাহী দুর্গাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার পৌরসভার সব কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে পৌরসভার হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহাবুল হক, ওয়ার্ড কাউন্সিলর মাহফুল হক লিটন, জুলফিকার আলী ভুট্টু। খতনা ক্যাম্প ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মুজিবুর রহমানের উদ্যোগে ফ্রি খতনা, নাক ফোড়ানো ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইউপি সচিব আবু তৈয়বের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস. এম রাশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান, সেকান্দর হোসেন। বিদায় ও বরণ ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জামালপুরের ইসলামপুর উপজেলার পলস্নী বিদু্যৎ সমিতির ডিজিএম গোলাম রব্বানী, এজিএম সাধন কুমার মন্ডল, জনতা ব্যাংক ম্যানেজার মোহাম্মদ সাইদুর রহমানের বদলিজনিত বিদায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা আনিছুর রহমানের অবসর এবং সহকারী কমিশনার ভূমিসহ চার কর্মকর্তাকে বরণ করা হয়েছে। উপজেলা প্রসাশন ও অফিসার্স ক্লাব আয়োজনে অফিসার্স ক্লাব হলরুমে মঙ্গলবার রাতে এই বিদায় ও বরণ সংবর্ধনা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে এতে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আ. খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না। প্রধানমন্ত্রীর উপহার ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাবুরায় উপজেলা পরিষদের আয়োজনে পূর্ব চাঁদনীমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৩২টি পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম। শোকর্ যালি ম বরুড়া (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এএনএম মইনুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এএনএম মঈনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. বাবুল হোসেন, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি মো. মজিবুর রহমান, ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। প্রশিক্ষণ উদ্বোধন ম স্টাফ রিপোর্টার, নোয়াখালী ঝরে পড়া শিশুদের আবারও পড়াশোনায় ফেরাতে নোয়াখালীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের শিক্ষক, সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। বুধবার বেগমগঞ্জের সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে উপানুষ্ঠানিক শিক্ষা বু্যরো, নোয়াখালী প্রশিক্ষণটি আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা এন-রাশ ও জেমস্‌। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বু্যরোর উপ-পরিচালক বিদু্যৎ রায় বর্মণ, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার মো. গাউসুল আজম পাটওয়ারী, বেগমগঞ্জের সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছানাউলস্নাহ ও জেমস্‌ের পরিচালক আসাদুজ্জামান চৌধুরী। আলোচনা সভা ম সাভার প্রতিনিধি সাভারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে রাজফুলবাড়িয়া মোহাম্মদ ইয়াকুব আলী স্কুল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লুৎফর রহমান পাভেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমন ইমতিয়াজের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাভার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফ চৌধুরী মাসুদ। মন্দির পরিদর্শন ম ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি খুলনার ডুমুরিয়ায় কুলটী সর্বজনীন মনসা পূজা মন্দির পরিদর্শন করেছেন সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। বুধবার তিনি মন্দিরে পূজা অর্চনা দিতে আসা ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন, কলেজ অধ্যক্ষ রঞ্জন তরফদার, নিহার কান্তি ফৌজদার, গুটুদিয়া ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি শিশির কুমার ফৌজদার, সম্পাদক সঞ্জয় দেবনাথ, মন্দিরের সভাপতি হারান মন্ডল, সম্পাদক আনন্দ তরফদার, আ'লীগ নেতা কাজী আব্দুল মজিদ, সমীর দে গোরা, ইউপি সদস্য তাপস ফৌজদার। অনুদান প্রদান ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিসসহ ৫টি জটিল রোগের ৩৪ জনকে ৫০ হাজার টাকার চেক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিজনের মাঝে ৪ হাজার টাকা নগদসহ মোট ২০ লাখ ৪০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এড. সালামত উলস্নাহ চৌধুরী শাহীন, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আচার্য। শাখা উদ্বোধন ম জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজরে তৃণমূলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের রানীগঞ্জ বাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রানীগঞ্জ বাজারের জগন্নাথপুরে রোডে ওয়াহিদ ম্যানশনে এ শাখা উদ্বোধন করা হয়। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামের সভাপতিত্বে ও ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের রানীগঞ্জ বাজারের এজেন্ট মো. সুলেমান মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের সিলেট রিজোনাল ম্যানেজার বিশ্বজিৎ দেবনাথ। খাদ্য সহায়তা ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের আড়াইহাজারে দ্বীপ ইউনিয়ন কালাপাহাড়িয়ায় বৃহত্তর মেঘনার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ ও খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ অর্থ ও খাদ্য বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, লিটন মেম্বার, বেদন মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বরণ অনুষ্ঠান ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের নাগেশ্বরীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ফারজানা জাহানের শুভাগমন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে বুধবার স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। স্কুলের প্রধান শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলের সভাপতি ফারজানা জাহান। বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্য খাইরুল আলম, আওয়ামী লীগ নেতা শফিকুল বারী জিন্নাহ, প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান। সচেতনতামূলক সভা ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক দিলরুবা আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল, সদর ইউএনও মাহমুদা আক্তার, প্যানেল মেয়র-১ এসএম মহসিন আলম, পৌর নির্বাহী কর্মকর্তা ফারুক ওয়াহিদ প্রমুখ। মেডিকেল ক্যাম্প ম ফেনী প্রতিনিধি ফেনীর দাগনভুইয়া উপজেলা সদরে জাতীয় শোক দিবস উপলক্ষে দাগনভুইয়া ডায়াবেটিস সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার দাগনভুইয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিনামূল্য ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্যবস্থাপত্র, ডায়াবেটিক বই, ও ডায়াবেটিক পরীক্ষাসহ ওষুধ বিতরণ করা হয়। এতে প্রায় ৫শ' রোগীকে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিশিষ্ট ব্যাংকার মিজানুর রহমান হিরোর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি, পৌর আওয়ামী লীগের সভাপতি খায়েজ আহামেদ। ফল উপহার ম আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রক্তদানের সংগঠন 'আত্মীয়' এর ৫ম বছরে পদার্পণ উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের ভর্তিকৃত রোগীদের মাঝে মৌসুমি ফল বিতরণ এবং স্বাস্থ্য কমপেস্নক্স চত্বরে একটি ফুল এবং ফলের গাছ রোপণ করা হয়েছে। এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন, আত্মীয়ের সংগঠক প্রবাসী মোস্তাক আহমেদ খাদেম টিটু, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাব উদ্দিন বেগ শাপলু। সহায়তা প্রদান ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের চিতলমারীতে জাতীয় শোক দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক-এর উদ্যোগে শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার শ্যামপাড়া কোডেক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অতি দরিদ্র শতাধিক পরিবারের হাতে ১০ কেজি চাল, ২ লিটার তেল, ২ কেজি আলু ও ১ কেজি লবণ তুলে দেওয়া হয়। এ সময় কোডেক বাগেরহাট জোনের সিনিয়র জোনাল ব্যবস্থাপক শেখ হাসানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা। বিশেষ অতিথি ছিলেন সন্তোষপুর ইউপি চেয়ারম্যান বিউটি আক্তার। টাউন হল মিটিং ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি কোভিড-১৯ প্রতিরোধ, ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচির আওতায় স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়েছে। দি হ্যাঙ্গার প্রজেক্টের আয়োজনে গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় হীরক কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনিছুর রহমান, স্বাস্থ্যকর্মী হাবীবুর রহমান হাবীব, হ্যাঙ্গার প্রজেক্টের জেলা সার্ভিস প্রোভাইডার সোয়াইবুর রহমান, জেলা সমন্বয়কারী যুগল চন্দ্র সরকার, সাবেক প্রধান শিক্ষক ময়েজ উদ্দিন, মহিমাগঞ্জ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন জুয়েল উপস্থিত ছিলেন। বস্নাড গ্রম্নপ নির্ণয় ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের চিতলমারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরীদের বিনামূল্যে বস্নাড গ্রম্নপ নির্ণয়, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার বেসরকারি সংস্থা নবলোক পরিষদের উদ্যোগে চর ডাকাতিয়া পূর্বপাড়া কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। চিতলমারী শাখা ব্যবস্থাপক গৌতম মলিস্নকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবলোক পরিষদের এরিয়া ম্যানেজার মো. মইনুল হক। দিবস পালিত ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। ডোমারচর যুবকল্যাণ সংস্থার কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহিন আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম বাবু এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শ্রী রবিন্দ্র চন্দ্র, খাগকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম প্রমুখ। মেলা শুরু ম সাতক্ষীরা প্রতিনিধি 'বৃক্ষ প্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ' এ স্স্নোগানে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বুধবার বৃক্ষমেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। জেলা প্রসাশক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম, বন বিভাগের সহকারী কর্মকর্তা অমিতা রানী মন্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ জোহরা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নরুল আমিন প্রমুখ। উঠান বৈঠক ম তালা (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে তথ্য আপার ৭০তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলা চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহার সভাপতিত্বে এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুলস্নাহ। তথ্য ও সেবা কর্মকর্তা সাথী রানী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু। স্মারকলিপি প্রদান ম বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর বাজার বণিক সমিতির নির্বাচন দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন ব্যবসায়ীরা। বুধবার দুপুরে বহরপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ স্মারকলিপিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। স্মারকলিপিতে বাজারের ১৬৫ জন ব্যবসায়ী স্বাক্ষর করেন। স্মারকলিপির অনুলিপি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর প্রদান করেন। ফাইনাল খেলা ম বরুড়া (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার বরুড়ায় দেওড়া মাধ্যমিক বিদ্যালয় আন্তঃহাউস ফুটবল প্রতিযোগিতা শাপলা হাউস বনাম বেলী হাউসের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলী হাউস দল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন দেওড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আবু রিয়াজ মো. নুর উদ্দিন খন্দকার স্বপন। সামগ্রী বিতরণ ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের বাজিতপুর জাতীয় শোক দিবস উপলক্ষে বিপিডিপির মাধ্যমে তিনটি আশ্রয়ণ প্রকল্পের অনাথদের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ আলী ও অন্যান্য কর্মকর্তারা এসব বিতরণ করেন। এ সময় প্রতি পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি তেল, এক কেজি লবন, এক কেজি চিনিসহ ১০০ অনাথ পরিবারকে খাদ্য বিতরণ করেছেন। নলডাঙ্গায় দুর্ভোগ কমাতে মাছ বাজার স্থানান্তর ম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি নাটোরের নলডাঙ্গায় পথচারী ও কাপড় ব্যবসায়ীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে মাছ বাজার স্থানান্তর করা হয়েছে। বুধবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নলডাঙ্গা হাট শাখার পেছনে মাছ বাজারের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মনিরুজ্জামান। এসময় নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, কাউন্সিলর সঞ্জয় কুমার, মাছ বাজারের ১৮ জন আড়তদার উপস্থিত ছিলেন। নলডাঙ্গা রেলওয়ে পস্ন্যাটফর্মের পশ্চিমে মাছ বাজার বসায় পথচারীদের চলাচল করতে ও স্থানীয় কাপর ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়ে। এ পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে মাছ বাজার অন্যত্র স্থানান্তর করার অনুরোধ করে ব্যবসায়ী ও সচেতন মহল। তাই পরিকল্পিত নগর উন্নয়ন করতে মেয়র মনিরুজ্জামান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নলডাঙ্গার হাট শাখার পেছনে মাছ বাজার স্থানান্তর করেন। পঞ্চগড় চেম্বারের সভাপতি হান্নান ম পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে (২০২২-২৪) বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত হলেন আব্দুল হান্নান শেখ। গত ১৩ আগস্ট ১৭ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই ১৭ পরিচালকের ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি, দুইজন সহসভাপতি ও ট্রেজারার নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল ১৪ আগস্ট। কিন্তু ওই পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আব্দুল হান্নান শেখকে সভাপতি, রেজাউল করিম রেজাকে সিনিয়র সহসভাপতি, সহ-সভাপতি পদে হারুন অর রশিদ সেলিম, মেহেদী হাসান খান বাবলা ও ট্রেজারার পদে খাজিম উদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। তাহিরপুরে সহায়তা প্রদান ম তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ১০০ পরিবারকে নগদ টাকা সহায়তা দিয়েছে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন। বুধবার বিকালে ওয়ার্ল্ডভিশন প্রাঙ্গণে নগদ টাকা সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএনও মো. রায়হান কবির। উপজেলার তাহিরপুর সদর, বালিজুরী ও উত্তর বড়দল ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা বিতরণ করা হবে। ইউএনও মো. রায়হান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ওয়ার্ল্ডভিশন সিনিয়র ম্যানেজার কাজল দ্রং, তাহিরপুর এপি ম্যানাজার বিভূদান বিশ্বাস প্রমুখ। আটোয়ারীতে ফ্রিজ থেকে ফেনসিডিল উদ্ধার ম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ বিশেষ এক অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী কাবুলের বাড়ির রেফ্রিজারেটর থেকে সাত বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। ১৬ আগস্ট উপজেলার তোড়িয়া ইউনিয়নের দক্ষিণ সুখাতী গ্রাম থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। কাবুল হোসেন (২৮) মো. আনারুল হকের পুত্র। অভিযান মুহূর্তে কাবুল ও তার ছোট ভাই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় বাড়ির রান্নাঘরের চুলা থেকে বেশ কিছু ফেনসিডিলের খালি বোতল খুঁজে পায় পুলিশ। এ ঘটনায় পুলিশ রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাবুল ও তার ছোট ভাই সাবুল হকের নামে আটোয়ারী থানায় মামলা করে। পুলিশ সূত্রে জানা গেছে, মাদকসেবীরা নিয়মিত কাবুলের বাড়ি ও ফকিরগঞ্জ বাজারের মুদি দোকান থেকে মাদক সংগ্রহ করে আসছিল। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযানে নেতৃত্ব দেন। 'আজকের শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করবে' ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নেবে। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠা করবে। ফলে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ছেলেমেয়েদের সঙ্গে অভিভাবকদের ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। ছেলেমেয়েরা কোথায় যায়, কি করে, কার সঙ্গে চলাফেরা করে, সঠিক সময়ে স্কুলে যায় কিনা- এসব বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। বুধবার শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সামসুল আলম ভূঞা রাখিলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান, ইউএনও জিনিয়া জিন্নাত, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. ফারুক খান প্রমুখ। এছাড়া জেলা প্রশাসক শিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ এবং উপজেলা পরিষদের অর্থায়নে ১৭ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। সেতুর নির্মাণকাজ পরিদর্শনে এমপি সুবিদ আলী ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি দাউদকান্দিতে বুধবার গোমতী নদীর ওপর দাউদকান্দি ডিসি-বাতাকান্দি ডিসি ভায়া মোহাম্মদপুর লঞ্চঘাট ও সতানন্দি খালের ওপর কমতুলি-কেডিসি সেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন কুমিলস্না-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া। এ সময় উপজেলা প্রকৌশলী ও ঠিকারদারি প্রতিষ্ঠানদের সেতু দুটির কাজ দ্রম্নত সম্পন্ন করার তাগিদ দেন। সেতু দুটি নির্মাণে প্রায় ৮৬ কোটি টাকা ব্যায় হবে। সেতু দুটি নির্মাণ হলে দাউদকান্দির সঙ্গে পার্শ্ববর্তী মেঘনা ও তিতাস উপজেলার যোগাযোগমাধ্যমে এক নতুন মাইলফলক সৃষ্টি হবে। নির্মাণকাজ পরিদর্শনকালে সঙ্গে ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, এসিল্যান্ড জিয়াউর রহমান, মডেল থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা, পৌরসভার প্যানেল মেয়র রকিব উদ্দিন, ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন প্রমুখ। 'সব ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ ধার্মিক মানুষের বৈশিষ্ট্য' ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ২৫০ বছরের পুরনো ঐতিহ্য ও দিনাজপুরের রাজ পরিবারের প্রথা অনুযায়ী ঐতিহাসিক কান্তজীউ মন্দির হতে শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ নৌপথে দিনাজপুর শহরের রাজবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল উপস্থিত থেকে শ্রী শ্রী কান্তজীউ যুগল বিগ্রহের নৌবহর যাত্রার বিদায় জানান। নৌবহরকে বিদায় জানানো পরে মনোরঞ্জন শীল সাংবাদিকদের বলেন, সব ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ ও বিশ্বাস ধার্মিক মানুষের বৈশিষ্ট্য। অসাম্প্রদায়িক চেতনার কারণেই এ দেশে সম্মিলিতভাবে প্রত্যেকটি সম্প্রদায় ও ধর্মের মানুষ সহঅবস্থান করছে। যারা ধর্মকে ধারণ করে না, তারাই উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী। এ সময় উপস্থিত ছিলেন রণজিৎ কুমার সিংহ, ইউএনও মনিরুল হাসান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক রতন সিংহ প্রমুখ। নিকলীতে মুক্তিযুদ্ধ কমান্ডের বৃক্ষরোপণ, প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ ম নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জে নিকলীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কমিটি উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কমিটি উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবির রাজুর সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ্‌ মনিরুজ্জামান তরুণ, যুব লীগ নেতা সোহেল মিয়া, উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কমিটির সাধারণ সম্পাদক অন্তর মিয়া, উপদপ্তর সম্পাদক মুহাম্মদ আলী জাবেদ, সহ-সম্পাদক আব্দুলস্নাহ জিহাদ প্রমুখ। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে মঙ্গলবার হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়নের আওতায় মুরগি পালন প্যাকেজের নির্বাচিত সুফল ভোগীদের ৩ দিনব্যাপী ৫০ জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অনুষ্ঠাতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ডা. ইভা সাহা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জামাল উদ্দিন খান প্রমুখ। ভাঙ্গুড়ায় 'অসমাপ্ত আত্মজীবনী' পড়ে ১০ শিক্ষার্থীর পুরস্কার লাভ ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি 'পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই' এই প্রতিপাদ্যে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জাতীর পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছে ১০ শিক্ষার্থী। মঙ্গলবার উপজেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের আয়োজনে প্রতিষ্ঠানের মিলনায়তনে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন- পাবনা-৩ এলাকার সংসদ সদস্য মো. মকবুল হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজন এবং সংস্কৃতিক-বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার কর্মসূচিতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করে শোনান এবং সূচনা বক্তব্য রাখেন- সচেতন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি মো. আবু সাঈদ বাদশা। উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র মো. গোলাম, ইউএনও নাহিদ হাসান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান গালাম হাফিজ রঞ্জু, ভাঙ্গুড়া থানার ওসি ফয়সাল বিন আহসান প্রমুখ।