নীলফামারীতে যুবলীগের আয়বর্ধক উপকরণ বিতরণ

প্রকাশ | ১৯ আগস্ট ২০২২, ০০:০০

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে শোকের মাসে ২৬ জন অসচ্ছল মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে রিকশাভ্যান, রিকশা, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেছে জেলা যুবলীগ। বুধবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন। জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট রমেন্দ্র নাথ বর্ধনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ জানান, শোকের মাসের কর্মসূচিতে যুবলীগের নিজস্ব তহবিল থেকে কর্মসংস্থান সৃষ্টিতে ২১ জনের মধ্যে একটি করে রিকশা ও রিকশাভ্যান, চারজন নারীকে সেলাই মেশিন ও একজন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে একটি হুইল চেয়ার বিতরণ করা হয়।