পাংশায় উপসচিবের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন
প্রকাশ | ২০ আগস্ট ২০২২, ০০:০০
ম পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা, কসবামাজাইল ও কলিমহর ইউনিয়নে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব মো. আসাদুজ্জামান আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন।
এ সময় ইউএনও মোহাম্মাদ আলী, শরিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমল আল বাহার বিশ্বাস, কসবামাজাইল ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, কলিমহর ইউনিয়নের চেয়ারম্যান বিলকিস বানু, উপজেলা উপ-সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হেকমত আলী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রকল্প আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় নির্মিত ঘর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন মো. আসাদুজ্জামান। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় এসব ঘর নির্মাণ কাজ চলছে। এর আগেও এ প্রকল্পের মাধ্যমে সুন্দরভাবে ঘর নির্মাণ করে বিতরণ করা হয়েছে।