কমর্সৃজনের টাকা নিয়ে চেয়ারম্যান-মেম্বার হাতাহাতি!

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের রাজারহাটে ৪০ দিনের কমর্সৃজনের টাকার ভাগ-বঁাটোয়ারা নিয়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে হাতাহাতি হওয়ায় উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদশীর্রা জানান, উপজেলার রাজারহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. এনামুল হক ও ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়াডের্র সদস্য বিপ্লব আলী মঙ্গলবার রাজারহাট রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৪০ দিনের কমর্সৃজনের সঞ্চয়ের লেবারদের টাকা দেয়ার সময় উপস্থিত ছিলেন। বিকালে টাকা ভাগাভাগি নিয়ে চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে বাগবিতÐা হয়। একপযাের্য় ব্যাংকের নিচতলায় নেমে আসার সময় উভয়ে কিলঘুষি শুরু করে। এতে দুজনেই আহত হয়। প্রত্যক্ষদশীর্রা এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে রাজারহাট ইউনিয়নের চেয়ারম্যান আহত মো. এনামুল হক বলেন, আগে কোন ওয়াডের্র লেবারের পেমেন্ট দেয়া হবে তা নিয়ে মেম্বারের সঙ্গে হাতাহাতি হয়েছে। ইউপি সদস্য বিপ্লব আলী বলেন, টাকা বিতরণের সময় প্রত্যেক লেবারের কাছ থেকে ৫০০ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় প্রতিবাদ করায় তাকে মারা হয়।