কুমিল্লায় আমানতের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় আইসিএল গ্রæপের এমডি এইচএনএম শফিকুর রহমান ও তার লোকজনের প্রতারণায় নিঃস্ব হওয়া গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। আইসিএল এর ক্ষতিগ্রস্ত গ্রাহক সমন্বয় পরিষদ ব্যানারে বুধবার দুপুরে গ্রাহকরা কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ কমর্সূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত গ্রাহক সমন্বয় পরিষদের আহবায়ক ও আইসিএল-এ ৩২ লাখ টাকা আমানতকারী সাবেক সেনা সদস্য মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব কাজমীর, আমানতকারী ইউনুস মিয়া, আব্দুল গফুর, বিপ্লব, রেশমা আক্তার প্রমুখ। তারা বলেন, অধিক মুনাফা দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে শত শত গ্রাহকের নিকট থেকে বিনিয়োগ ও আমানত হিসেবে আইসিএল গ্রæপের এমডি এইচএনএম শফিকুর রহমানসহ সংশ্লিষ্টরা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে অসংখ্য পরিবারকে নিঃস্ব করে এলাকা ছেড়ে পালিয়েছে। তারা অবিলম্বে তাদের আমানত ফেরত পাওয়ার ব্যবস্থা গ্রহণের প্রশাসনের নিকট দাবি জানান।