পানের বরজ কেটে শত্রæতা!

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ধনবাড়ীতে ১৫ শতাংশ পানের বরজ ক্ষেতের পানগাছ কেটে শত্রæতা সাধন করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের হাজরাবাড়ী গ্রামের মৃত গফুরের ছেলে জহুর উদ্দিনের ১৫ শতাংশ জমির পানের বরজ ক্ষেতের পানগাছ কেটে নষ্ট করে ফেলেছে দুবৃত্তর্রা। পানের বরজের মালিক জহুর উদ্দিন জানান, তিনি এই ১৫ শতাংশ জমির পানের বরজ থেকেই ব্যবসা করে সংসারের সব ব্যয়ভার বহন করতেন। রাতের অঁাধারে তার ১৫ শতাংশ জমির পানের বরজ কেটে নষ্ট করে ফেলেছে দুবৃর্ত্তরা । হাজরাবাড়ী গ্রামের বাসিন্দা মৌলভী বাজার পলিটেকনিক্যালের তৃতীয় বষের্র ছাত্র নাজমুল হাসানসহ স্থানীয়রা জানান, বিভিন্ন ব্যাংকের চড়া সুদে টাকা নিয়ে তিনি এ পান বরজ করেছেন। আজ তিনি অসহায় হয়ে পড়েছেন। রাতের অঁাধারে শত্রæতা করে যারা পানগাছ কেটেছে তাদের সবার শাস্তি চান।