রাঙ্গাবালীতে সেতু না থাকায় ভোগান্তিতে ৪০ হাজার মানুষ

প্রকাশ | ১১ জানুয়ারি ২০১৯, ০০:০০

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সেতু না থাকায় নৌকা দিয়ে পার হচ্ছে এলাকাবাসী Ñযাযাদি
পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া দারছিরা নদী পারাপারে নৌকাই একমাত্র ভরসা। বড়বাইশদিয়া ইউনিয়নে ৪০ হাজার মানুষের পারাপারের জন্য আজও সেখানে কোনো সেতু নিমাের্ণর উদ্যোগ গ্রহণ করা হয়নি। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার কৃষক, ব্যবসায়ী, স্কুল-কলেজগামী শিক্ষাথীর্সহ নানা শ্রেণি-পেশার মানুষ। ওই ইউনিয়নের অবহেলিত জনপদের মধ্যে হাজার হাজার মানুষের বসবাস হলেও যোগাযোগ ব্যবস্থার তেমন কোনো উন্নয়ন হয়নি। একটি সেতুর অভাবে দীঘির্দন ধরে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে প্রতিদিন পারাপার হয় এসব এলাকার কৃষক-শ্রমিক, স্কুল-কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীসহ হাজারো মানুষ। সেতু না থাকায় নদী পারাপারের জন্য একটি নৌকার ওপরই ভরসা করতে হয়। ওই গ্রামগুলোতে সবচেয়ে বেশি আমন ধান ও তরমুজ উৎপাদন হলেও যানবাহন চলাচলের উপযোগী সরাসরি কোনো পথ নেই। স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ধানসহ কৃষি পণ্যসামগ্রী সহজভাবে বাজারজাত করতে না পারায় নায্যমূল্য থেকে বঞ্চিত হন। এ ব্যাপারে বড়বাইশদিয়া গ্রামের মো. হাফিজুর রহমান জানান, আমরা যুগ যুগ ধরে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হয়ে আসছি। বছরের পর বছর কৃষিপণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি। রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যন অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন জানান, দারছিরা নদীর ওপরে সেতু নিমার্ণ না হওয়ায় জনগণ অনেক কষ্টে আছে। রাঙ্গাবালী উপজেলা প্রকৌশলী মো. আতিকুর রহমান তালুকদার জানান, সেতু নিমাের্ণর জন্য বুয়েট ও নৌপরিবহন থেকে টিম এসে ভিজিট করে গেছেন। আশা করছি, এখানে সেতু নিমার্ণ করা সম্ভব হবে।