শেরপুরে ঘুড়ি উৎসব

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০

শেরপুর প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবতর্ন দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব ও ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহরের ১ নম্বর ওয়াডের্র পূবর্ নবীনগরবাসীর আয়োজনে বৃহস্পতিবার বিকালে স্থানীয় রৌয়া বিলে অনুষ্ঠিত এ ঘুড়ি উৎসবে বিভিন্ন এলাকা থেকে রং-বেরঙের বাহারি ঘুড়ি নিয়ে হাজির হন সৌখিন ঘুড়ি উড়ানকারীরা। এছাড়া ঘুড়ি কাটাকাটি প্রতিযোগিতায় ১৬ জন লাটাইধারী অংশ নেন। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত কাটাকাটি প্রতিযোগিতায় শহরের তেরাবাজার এলাকার তারেক মিয়া চ্যাম্পিয়ন ও নবীনগর এলাকার মিঠুন মিয়া রানারআপ হন। জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন।