সখীপুরে বেইলি ব্রিজে ঝুঁকি নিয়ে চলাচল

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সখীপুর-বাটাজোর সড়কে ক্ষতিগ্রস্ত বেইলি ব্রিজ Ñযাযাদি
সখীপুর-বাটাজোর সড়কে কীত্তর্নখোলা বাজারের পশ্চিম পাশে বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় সাধারণ জনগণ থেকে শুরু কোনো যানবাহনই চলাচল করতে পারছে না। স্থানীয় উপজেলা প্রকৌশলী অধিদপ্তর থেকে দুই মাস আগে বেইলি ব্রিজটি মেরামত করা হলেও যানবাহনের অতিরিক্ত চাপে ব্রিজটির পাটাতন ভেঙে যানবাহন চালাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যোগাযোগের বিকল্প রাস্তা না থাকায় চলাচলের অনুপযোগী হওয়ার পরও ঝঁুকি নিয়ে এ রাস্তা দিয়েই কিছু কিছু যানবাহন চলাচল করেছে। এতে যেকোনো মুহ‚তের্ বড় ধরনের দুঘর্টনার আশঙ্কা রয়েছে। এলাকাবাসীর দাবি, যেহেতু বেইলি ব্রিজটি বারবার ভেঙে পড়ছে তাই সংস্কার না করে স্থায়ী ব্রিজ নিমার্ণ করলে বেইলি ব্রিজের পাটাতন ভাঙার সমস্যা থাকবে না। সখীপুর, ঘাটাইল, কালিহাতী, মধুপুর এলাকায় প্রতি বছর উৎপাদিত মৌসুমি শাকসবজি, আম, কঁাঠাল, কলা, আনারসসহ বিভিন্ন দ্রব্যাদি এ সড়কে পরিবহন করা হয়। এ বিষয়ে সখীপুর উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুস বলেন, ২৯ মিটার বেইলি ব্রিজটি মেরামতের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, যেকোনো মুহূতের্ চলে আসতে পারে। তবে সাময়িকের জন্য এটি মেরামত করা হবে।