বাগেরহাটকে মাদকমুক্ত করার ঘোষণা শেখ তন্ময়ের

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০

ইসরাত জাহান, বাগেরহাট
বাগেরহাটে মাদক ব্যবসা ছাড়তে বিক্রেতাদের ৩ দিনের আলটিমেটাম দিয়েছেন জেলা সদর আসনের নবনিবাির্চত সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। আগামী ৩ দিনের মধ্যে তারা নিজেদের না শুধরালে ব্যবস্থা নেবে প্রশাসন। বুধবার সন্ধ্যায় বাগেরহাট পৌরসভা অডিটোরিয়ামে শেখ সারহান নাসের তন্ময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকমীের্দর সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে নিবার্চনী এলাকায় ফিরে এই ঘোষণা দেন। মাদক বিক্রেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের হাতে ২-৩ দিনের মতো সময় আছে, বাগেরহাটের কারা মাদক ব্যবসা করেন তারা কিন্তু চিহ্নিত, তাদের তালিকা আমার হাতে আছে। ওই তালিকা কাউকে এখনো দিইনি বা এখনো কাউকে বাগেরহাট ছাড়তেও বলিনি। বাগেরহাটে মাদকের ভয়াবহতা এখন মারাত্মক পযাের্য় পেঁৗছেছে। মাদক শহর থেকে গ্রামে গ্রামে পেঁৗছে গেছে। প্রশাসনের বিশেষ বাহিনী তালিকা ধরে শিগগিরই মাদক বিক্রেতাদের ধরতে অভিযান শুরু করবে। বাগেরহাটে মাদকের কোনো স্থান থাকতে দেয়া হবে না। তাই দলের নেতাকমীের্দর এই কাজে প্রশাসনকে সবার্ত্মক সহযোগিতা করতে হবে। এদিকে নবনিবাির্চত সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদরের ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়নে গিয়ে ব্যক্তিগত প্রচেষ্টায় কয়েক হাজার শীতাতর্ নারী-পুরুষ ও শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।