গোবিন্দগঞ্জে ছেলে হত্যার খবরে মায়ের মৃত্যু

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
চিকিৎসাধীন মাকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে দেখে ফেরার পথে হত্যার শিকার হয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সৈয়দ আপেল মাহমুদ নামের এক ব্যবসায়ী। অসুস্থ মা আয়েশা বেগম ছেলে হত্যার খবরে তিনিও মারা যান। বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জের পাশ্বর্বতীর্ বগুড়া জেলার কাহালু থানা পুলিশ আপেল মাহমুদ নামে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেন। নিহত আপেল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাসিতলা মোঘলটুলি গ্রামের সৈয়দ আব্দুল ওহাব ডিপটির ছেলে। নিহত আপেলের চাচা সৈয়দ আশরাফুল আলম মানিক জানান, তার মা আয়েশা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বিকালে আপেল তার মাকে দেখতে ওই হাসপাতালে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার জন্য হাসপাতাল থেকে বের হন তিনি। এরপর থেকে আপেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। পরে ফেসবুকের মাধ্যমে তার লাশের ছবি দেখে কাহালু থানায় গিয়ে লাশ শনাক্ত করে। ছেলের মৃত্যুর সংবাদে হাসপাতালে চিকিৎসাধীন তার মা আয়েশা বেগম শুক্রবার দুপুরে মারা যান। আপেলের ভগ্নিপতি একরামুল হক বলেন, আপেল ছিলেন পরিবারে সবচেয়ে ভালো মানুষ। তার কোনো শত্রæ ছিল বলে কেউ বলতে পারবে না। তাকে কেন খুন করা হলো বিষয়টি বুঝতে পারছি না। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচার দাবি করেন।