নেত্রকোনায় এক বছরে ১৬৮ অস্বাভাবিক মৃত্যু

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

নেত্রকোনা প্রতিনিধি
২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পযর্ন্ত গত এক বছরে নেত্রকোনা জেলায় ১৬৮ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গেছে, বেশির ভাগ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে, সড়ক দুঘর্টনায়। সড়ক দুঘর্টনায় মৃত্যুর মিছিল ক্রমশই বেড়ে যাওয়ায় জনমনে চরম উৎকণ্ঠার সৃষ্টি করেছে। এ ছাড়াও অস্বাভাবিক মৃত্যুর মধ্যে রয়েছেÑ হত্যা, গলায় ফঁাস লাগিয়ে আত্মহত্যা, বিষপানে আত্মহত্যা, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এবং পানিতে ডুবে মৃত্যু। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল সূত্র মতে, জেলায় ২০১৮ সালের জানুয়ারি মাসে ১৩টি, ফেব্রæয়ারিতে ৬টি, মাচের্ ১৭টি, এপ্রিলে ১১টি, মে মাসে ১৯টি, জুনে ১১টি, জুলাইয়ে ১৩টি, আগস্টে ১৭টি, সেপ্টেম্বরে ১৬টি, আক্টোবরে ১২টি, নভেম্বরে ১৬টি ও ডিসেম্বর মাসে ১৭টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, সড়ক দুঘর্টনারোধকল্পে জেলা আইনশৃংখলা সমন্বয় সভায় পুলিশ বিভাগের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হচ্ছে যে, বিআরটিএ কতৃর্পক্ষের মাধ্যমে যেন অদক্ষ চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এ ছাড়াও পুলিশ বিভাগ সড়ক দুঘর্টনার পরপরই মামলা নিচ্ছে এবং অভিযুক্ত চালকদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দঁাড় করানো হচ্ছে।