মধুপুরে আত্মসাতের অভিযোগে দুদকে তলব

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মধুপুর মদন গোপাল দেব বিগ্রহ মন্দিরের টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্তদের দুদকে তলব করা হয়েছে। চৌধুরী দুনীির্ত দমন কমিশনের সমন্বিত জেলা টাঙ্গাইলে উপসহকারী পরিচালক রাজু মো. সারোয়ার হোসেন তাদেরকে তলব করেছেন। অভিযুক্তরা হলেন মন্দিরের সদস্য সচিব জীবন কুমার চৌধুরী, সভাপতি পরিমল কান্তি গোস্বামী, উত্তম কুমার সিংহ, মনোতোষ চৌধুরী, আখিমল চৌধুরী, সুবল চন্দ্র সাহা ও মনোজ কুমার বমর্ণ। দুদকসহ বিভিন্ন দপ্তরে সঞ্জিত কুমার আযের্র অভিযোগের ভিত্তিতে দুদকের অনুসন্ধানের জন্য গত ৭ জানুয়ারি তাদেরকে নোটিশ করা হয়েছে। প্রথম দফায় গত ১০ জানুয়ারি দুদকের টাঙ্গাইল অফিসে গিয়ে সাক্ষ্য দিয়ে এসেছেন সঞ্জিত কুমার আযর্।