রাবি ছাড়লেন পঁাচ বিদেশি শিক্ষাথীর্

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

রাবি প্রতিনিধি
প্রতিযোগিতায় টিকতে না পেরে পড়লেখা করবেন না বলে জানিয়ে রাবি ডরমিটরি থেকে দেশে পালিয়েছেন ৫ নেপালী শিক্ষাথীর্। রাবি কতৃর্পক্ষ জানান, চলে যাওয়া শিক্ষাথীর্রা প্রথম থেকেই অনিয়মিত ছিল। বিভাগের বতর্মান শিক্ষাথীের্দর সাথে পড়ালেখার প্রতিযোগিতায় টিকতে না পেরে তারা চলে যেতে পারে। সোমবার বিশ্ববিদ্যালয় প্রক্টরকে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মীর আব্দুল কাইয়ুম ইন্টারন্যাশন্যাল ডরমিটরির ওয়াডের্ন অধ্যাপক ড. আশাদুল ইসলাম। পালিয়ে যাওয়া শিক্ষাথীর্রা হলো, ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিভাগের ১ম বষের্র শিক্ষাথীর্ উজ্জ্বল মাহাতো যার পাসপোটর্ নং-০৯৮৮১৯০১, ভিসা নং-এ ০৮৪৮৪২৮, সুজান পারাজুলি যার পাসপোটর্ নং ১০৬৪৫০৫৩, ভিসা নং-এ ০৮৪৮২৯৮, মিলন কুমার মোকতার যার পাসপোটর্ নং-০৬৫৮২২৬৪ ভিসা নং-এ ০৮৪৮২৯৬, বিনোদ লামিছানে যার পাসপোটর্ নং-১০৬৪৫০২৯ ভিসা নং-এ ০৮৪৮৫০৯ ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষাথীর্ লিলা জুং রায়া মাঝি যার পাসপোটর্ নং-০৯৮৬৬৩৯৮,ভিসা নং-এ ০৮৪৮৪৩১। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবষের্ ভতির্ হন। প্রক্টর বরাবর দেওয়া অভিযোগ পত্রে জানা গেছে, অনুমতি ছাড়াই ডরমিটরি ত্যাগ করেছে তারা। বিভিন্ন রুম পযের্বক্ষণের মাধ্যমে এটি নিশ্চিত হওয়া গেছে। এবং নেপালী ছাত্র আনন্দ কুমার সাহা ওই শিক্ষাথীের্দর বরাত দিয়ে আমাদের জানিয়েছে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে না। এদিকে বিভাগগুলোর সাথে কথা বলে জানা গেছে, পালিয়ে যাওয়া শিক্ষাথীর্রা অনিয়মিত ছিল। এদিকে পালিয়ে যাওয়া শিক্ষাথীর্রা নিজ দেশে পৌছেছে বলে নিশ্চিত করেছে নেপালী শিক্ষাথীর্ আনন্দ কুমার সাহা।