আড়াইহাজারে মরে যাচ্ছে হাজারো সরকারি গাছ

প্রকাশ | ১৩ জুলাই ২০১৮, ০০:০০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বনবিভাগ কতৃর্ক রোপিত হাজারও মূল্যবান গাছ মরে যাচ্ছে। এলাকাবাসী সেসব মৃত গাছ কেটে নিয়ে যাচ্ছে। ফলে সরকার লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে। বনবিভাগের সেদিকে কোনো ভ্রæক্ষেপ নেই। উপজেলার আড়াইহাজার জাঙ্গালিয়া সড়কের ১০ কি. মি., আড়াইহাজার উচিৎপুরা সড়কের ১৩ কি. মি., আড়াইহাজার মদনগঞ্জ সড়কের ২০ কিলোমিটার, আড়াইহাজার গোপালদী সড়কের ১৫ কি. মি., আড়াইহাজার ভ‚লতা সড়কের ১৫ কি. মি. জুড়ে বনবিভাগ বিভিন্ন রকম কাঠ গাছ রোপণ করেছে। এসব গাছের মধ্যে অনেক বড় বড় এবং মূল্যবান গাছ মরে শুকিয়ে যাচ্ছে। শুকনো গাছ এবং ডালগুলো স্থানীয়রা ভেঙে নিয়ে জ্বালানির কাজে ব্যবহার করছে। তাদের বাধা দেয়ার কেউ নেই। মাঝে মাঝে জীবিত গাছ কাটতে গেলে বনবিভাগ থেকে বাধা আসলেও মৃত গাছগুলো কেটে নেয়ার ক্ষেত্রে কেউ বাধা প্রদান করছে না। এ ছাড়া গাছগুলো মরে শুকিয়ে যাওয়ার কারণে বৃষ্টি হলে রাস্তার ওপর পড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে কথা বলার জন্য আড়াইহাজর উপজেলা বনবিভাগের অফিসে গেলে একজন পিয়ন ছাড়া আর কারও দেখা মিলেনি।