সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৩ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
উদ্বোধন দুপচঁাচিয়া (বগুড়া) সংবাদদাতা বগুড়ার দুপচঁাচিয়ায় বুধবার পঁাচ দিনব্যাপী ৫০৩তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোসের্র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী সভায় ইউএনও এসএম জাকির হোসেন সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জেসমিন প্রধান, পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কমর্কতার্ একেএম রেজাউল হক, ইউআরসির ইন্সট্রাক্টর শরিফা আক্তার, সহকারী শিক্ষা কমর্কতার্ মশিউল ইসলাম, স্কাউটস উপজেলা শাখার সম্পাদক আবদুল খালেক, স্কাউটসের লিডার ট্রেনার খলিলুর রহমান, আবু তাহের প্রমুখ। বাজেট ঘোষণা দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি ভাটির জনপদ দিরাই পৌরসভার ২৪ কোটি ১০ লক্ষ ২৪৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিরাই পৌরসভা অফিসে আনুষ্ঠানিক এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোশাররফ মিয়া। বাজেট সভায় উপস্থিত দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নিবার্হী কমর্কতার্ (ভারপ্রাপ্ত) সাহিদুল আলম, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার সুমন রায় চৌধুরী, ২নং ওয়াডের্র কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, ৩নং ওয়াডের্র কাউন্সিলর বিউটি রায় প্রমুখ। মতবিনিময় মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ মো. শাহজাহান মতবিনিময় করেছেন। বুধবার সকালে প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি প্রমুখ। সমন্বয় সভা পিরোজপুর প্রতিনিধি পিরোজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা-এর ষান্মাষিক বিএম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পিরোজপুর জেলা আশা কাযার্লয়ের আয়োজনে স্থানীয় ডাক দিয়ে যাই কাযার্লয় মিলনায়তন কক্ষে এ দিনব্যাপী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা ঢাকা কাযার্লয়ের ইভিপি অপারেশন ফয়জার রহমান। পিরোজপুর আশা ডিভিশনাল ম্যানেজার মীর আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা ঢাকা কাযার্লয়ের ডিরেক্টর অপারেশন মুহাম্মদ আবদুস সামাদ। কমিটির সভা টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা টঙ্গীতে গাজীপুর সিটি করপোরেশনের ৪৭নং ওয়াডর্ মরকুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির ব্র্যাক প্রতিনিধিদের সঙ্গে শিক্ষা সহায়তা নিয়ে মতবিনিময় সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রজব আলী। সম্মেলন নীলফামারী প্রতিনিধি নীলফামারী সদর উপজেলা স্কাউটস’র নতুন কমিটিতে আতাউর রহমান সাধারণ সম্পাদক এবং গোলাম মোস্তফা খোকন কমিশনার নিবাির্চত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে ত্রিবাষির্ক সম্মেলন শেষে সবর্সম্মতিক্রমে তারা নিবাির্চত হন। সদ্য নিবাির্চত আতাউর রহমান সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের মনির উদ্দিন (এমইউ) উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং কমিশনার গোলাম মোস্তফা খোকন গুড়গুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কমর্কতার্ (ভারপ্রাপ্ত) নাহিদ তামান্না। বিতরণ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা নারায়ণগ?ঞ্জের রূপগ?ঞ্জে ১০০ মহিলাকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছ, যুব উন্নয়ন কমর্কতার্ মাসুদ মজুমদার, মহিলা-বিষয়ক কমর্কতার্ হাফিজা বেগম, লাভলী আক্তার প্রমুখ। মাঠ দিবস মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা টাঙ্গাইলের মধুপুরে কৃষক-কৃষাণীদের আথর্-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কামারচালা গ্রামের কৃষক আ. হান্নানের বাড়িতে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়ালিয়া ইউ.পি চেয়ারম্যান আহম্মদ আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কমর্কতার্ কৃষিবিদ মাহমুদুল হাসান, অতিরিক্ত কৃষি অফিসার আদনান বাবু, যায়যায়দিনের মধুপুর প্রতিনিধি মো. নজরুল ইসলাম, ইউ.পি সদস্য শহিদুল ইসলাম, আনোয়ারা বেগম (সংরক্ষিত), উপ-সহকারী কৃষি অফিসার সুব্রত দেবনাথ, ইমাম আলী, কৃষক স্কুলে কৃষক সহায়তাকারী মাসুদা আক্তার, ফরহাদ আলী প্রমুখ। বিতরণ নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা টাঙ্গাইলের নাগরপুরে দুযোর্গকবলিত ১০৬ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যেক পরিবারের মাঝে ১ বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা বিতরণ করা হয়। পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন খন্দকার আবদুল বাতেন এমপি। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আসমা শাহীন, প্রকল্প বাস্তবায়ন কমর্কতার্ বেগম শাহীন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা নীরেন্দ্র নাথ সাহা পোদ্দার, আবদুল করিম প্রমুখ। পরিচ্ছন্নতা অভিযান ফরিদপুর প্রতিনিধি ফরিদপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও পৌর কতৃর্পক্ষ। বৃহস্পতিবার দুপুরে ঝিলটুলী এলাকা থেকে পরিচ্ছন্নতা কাযর্ক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, পৌরমেয়র শেখ মাহতাব আলী মেথু, প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশারফ আলী, সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ। পরিষ্কার পরিচ্ছন্নতা কাযর্ক্রমের অংশ হিসাবে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষাথীর্সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহরের সড়কের দুপাশে জমে থাকা ময়লা-আবজর্না পরিষ্কার কাজে অংশ নেন। মানববন্ধন শেরপুর প্রতিনিধি শেরপুরের চৈতনখিলা জাব্বারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও: আইনউদ্দিনকে লাঞ্ছিত ও মেরে ফেলার হুমকি দেয়ার প্রতিবাদে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবুল কালামের বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষাথীর্, কমর্চারী ও স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে চৈতনখিলা বাজার এলাকায় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই সময় সুপারকে লাঞ্ছিত করার ঘটনায় বিচার দাবি করে বক্তব্য রাখেন জেলা জামিয়াতুল মোদারেছিনের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুনছর আলী প্রমুখ।