টাঙ্গাইলে মহিষের আক্রমণে আহত আরও দুইজনের মৃতু্য

১০ জেলায় ১১ লাশ উদ্ধার

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলে মহিষের আক্রমণে আহত আরও দুইজনের মৃতু্য হয়েছে। অন্যদিকে ১০ জেলায় ১১ লাশ উদ্ধার করা হয়। আমাদের স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার তারুটিয়া গ্রামে মহিষের আক্রমণে আহত লাউহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান ও একই গ্রামের কিতাব আলী সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃতু্যবরণ করেছেন। এর আগে রোববার (২২ জানুয়ারি) ওই গ্রামে একটি মহিষের আক্রমণে হাজেরা বেগমের মৃতু্য হয়। এ নিয়ে ওই ঘটনায় মৃতু্যর সংখ্যা দাঁড়াল তিন। দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, সোমবার রাত পৌনে ৯টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আ'লীগ সভাপতি হাসমত আলী ও টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে কিতাব আলীর মৃতু্য হয়। রোববার সকালে লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে একটি মহিষ জনসাধারণের ওপর আক্রমণ করে। এ সময় মহিষটির আক্রমণের স্বীকার হয়ে অন্তত ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ওইদিনই বিকাল তিনটার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগম নামে এক বৃদ্ধার মৃতু্য হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে সোমবার রাতে হাসমত আলী এবং কিতাব আলী মারা যান। হবিগঞ্জ ও মাধবপুর প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকা থেকে জুয়েল মিয়া (২৬) নামে এক রিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি গাছে জুয়েলের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতাল মর্গে প্রেরণ করে। জুয়েল মিয়া কলেজপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে। এদিকে, মরদেহ উদ্ধারের পর জুয়েল আত্মহত্যা করেছে নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। মৃত জুয়েলের বড় ভাই সোহেল মিয়া জানান, তার ভাইয়ের আত্মহত্যা করার মতো কোনো কারণ নেই। তাকে কেউ হয়তো হত্যা করেছে। তিনি বলেন, পুলিশ সঠিকভাবে তদন্ত করলেই প্রকৃত কারণ বেরিয়ে আসবে। মাধবপুর থানার (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ওই যুবকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এছাড়াও বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের ভিটশ্বর গ্রামের মাঠ থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত কালীদাসী রানী (১০৫) ওই গ্রামের মৃত বিজয় গোপাল বিশ্বাসের স্ত্রী। স্থানীয়রা জানান, সোমবার বিকালে বাড়ি থেকে শাক তোলার জন্য মাঠের উদ্দেশ্যে বের হন। এরপর তিনি বাড়ি ফেরেননি। সোমবার সকালে ভিটসর গ্রামের মাঠে কৃষকরা বৃদ্ধা কালীদাসী রানীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই মোজলেম তালুকদার জানান, মৃতের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। কাদার মধ্যে পড়ে গিয়ে তার মৃতু্য হতে পারে। তবে ময়নাতদন্ত শেষেই মৃতু্যর সঠিক কারণ জানা যাবে বলে যোগ করেন তিনি। কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারের মহেশখালীতে বিষপান করে টিপু আহমেদ (২৫) নামে একজন আত্মহত্যা করেছেন। রোববার রাতে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ চালিয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত ছাবের মিয়ার ছেলে। তবে নিহতের স্ত্রী কোহিনুর আক্তারের দাবি, অভাবের তাড়নায় বিষপানে আত্মহত্যা করেছেন তিনি। মহেশখালী থানার উপ-পরিদর্শক মো. হাসান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের রামপাল উপজেলার নদীর চর থেকে অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ঘষিয়াখালী চ্যানেলের নদীর চর থেকে পুলিশ এ মৃতদেহ উদ্ধার করে। মৃতের বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর হবে। নিহতের পরনে লাল পেটিকোট ও সোয়েটার ছিল। রামপাল থানার ওসি মো. সামছুউদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ওই নারীর মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিচয় জানতে পুলিশ কাজ শুরু করেছে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবার আফসানা (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃতু্য হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী আলী হোসেনসহ (২৮) তার পরিবারের সবাই বাড়িঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে। নিহত আফসানা উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী গ্রামের প্রবাসী খোকন ভূঁইয়ার মেয়ে এবং একই ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মোক্তারের ছেলে আলী হোসেনের স্ত্রী। আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ভালুকায় মুছলিমা আক্তার নামে এক কারখানা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। সোমবার বিকালে উপজেলার মেহেরাবাড়ী এলাকায় একটি বসতঘরে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্বজনরা। পরে ভালুকা মডেল থানার উপপরিদর্শক বিকাশ চন্দ্র ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় নিহত মুছলিমার স্বামী শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তবে মৃতু্যর রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়েছে পুলিশ। লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের লালপুরে গলায় ফাঁস নিয়ে আশরাফুল ইসলাম (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার উপজেলার আড়বাব ইউনিয়নের বড় বিলশলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় বিদু্যৎপৃষ্ঠ হয়ে ইমন হোসেন (১৫) নামে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কসব ইউনিয়নের কসব (মন্ডলপাড়া) গ্রামে এ ঘটনাটি ঘটে। মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, নিহত ইমন হোসেন উপজেলার কসব ইউনিয়নের কসব (মন্ডলপাড়া) গ্রামের নাজিম উদ্দিন মাস্টারের ছেলে। সে ওই এলাকার একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল বলেও জানান তিনি। কাউনিয়া (রংপুর) প্রতিনিধি জানান, রংপুরের কাউনিয়ায় মানসিক অশান্তির কারণে আব্দুর রাজ্জাক (৩৩) নামে এক প্রসাধনী ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। সোমবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি ইউডি মামলা হয়েছে। আব্দুর রাজ্জাক টেপামধুপুর রাজিব গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে এবং তার মধুপুর কারবালা বাজারে প্রসাধনী (কসমেটিক) ব্যবসায়ী। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, শিবগঞ্জ থানা পুলিশ এসএসসি পরীক্ষার্থী নাইমের-(১৮) আত্মহত্যার ঘটনায় তার বাড়ি থেকে মৃত দেহ উদ্ধার করেছে। সে উপজেলার রায়নগর ইউনিয়নের সুদামপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে। ঘটনাটি মঙ্গলবার শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপরদিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নুপুর নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত কলেজছাত্রী মাঝিহট্ট ইউনিয়নের মাঝিহট্ট গ্রামে মাহমুদুলের মেয়ে বলে জানা যায়। মৃতদেহ দুটির ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।