দুই জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার দুই নেতার বিরুদ্ধে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা। তিনি জানান, মঙ্গলবার সকালে র?্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের এক সদস্য বাদী হয়ে আটককৃত দুই জঙ্গি সদস্যের নাম উলেস্নখ ও অজ্ঞাত পরিচয় আরও পাঁচজনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। মামলাটি নথিভুক্ত করার পর আসামিদের বান্দরবান আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন জঙ্গি সংগঠনটির শূরা সদস্য ও সামরিক শাখাপ্রধান রণবীর ওরফে মাসুদ এবং তার সহযোগী বোমা বিশেষজ্ঞ আবুল বাশার ওরফে আলম। সোমবার ভোর থেকে কুতুপালং ক্যাম্পসংলগ্ন এলাকায় জঙ্গিদের সঙ্গের্ যাবের গোলাগুলির পর ওই দুইজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারের কথা জানায়র্ যাব।