গফরগাঁওয়ে এক লাখ ৩৫ হাজার শিশু পাবে কৃমিনাশক ট্যাবলেট

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
সারাদেশের ন্যায় ২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় কৃমি সপ্তাহ পালিত হচ্ছে। উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুদে ডাক্তার হিসেবে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সোমবার উপজেলার মশাখালী ইউনিয়নের আউলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের 'কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে। ২৩২ জন শিক্ষার্থীর কৃমির ওষুধ সেবন কার্যক্রম পরিচালনা করে ওই বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার টিম। এ ছাড়া উপজেলার ২৩৮টি প্রাথমিক বিদ্যালয় ও ৭৯টি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী ৩১ জানুযারি পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। আউলাজুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বলেন, জাতীয় কৃমি সপ্তাহ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্ষুদে ডাক্তার টিম গঠন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা অধিক আগ্রহ প্রকাশ করে কৃমির ওষুধ সেবন করছে। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও এই কার্যক্রমে সহযোগিতা করছেন। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, কৃমি সপ্তাহ উপলক্ষে উপজেলার প্রত্যেকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ইতোমধ্যে কৃমির ওষুধ পাঠানো হয়েছে। ৫-১৬ বছর বয়সি শিক্ষা প্রতিষ্ঠান ও বিদ্যালয় বহির্ভূত মোট এক লাখ ৩৫ হাজার শিশুকে এক ডোজ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের ভরা পেটে এক ডোজ কৃমিনাশক ট্যাবলেট 'মেবেন্ডাজল-৫০০ মি. গ্রাম' খাওয়ানো হবে।