ফরিদগঞ্জে শিক্ষার্থীদের হাতে শিক্ষক লাঞ্ছিত

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে মডেল টেস্টে ফেল করে অধ্যক্ষের কক্ষে তালা দেওয়ার সময় প্রতিবাদ করায় শিক্ষার্থীরা এক শিক্ষককে লাঞ্ছিত করেছে। উপজেলার চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। এর আগে ওই দিন অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ শিক্ষকরা। জানা যায়, উপজেলার চির্কা বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এসএসসি মডেল টেস্ট পরীক্ষায় ২০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। অকৃতকার্য শিক্ষার্থীদের ফরমফিলাপ না করায় তারা গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানের অধ্যক্ষ রুমে তালা দেয়। এ সময় সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা জামান বাধা দিলে তার ওপর হামলা করে ওই শিক্ষার্থীরা। বিচারের দাবি জানিয়ে রোববার ক্লাস বন্ধ ও কালো ব্যাচ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। শিক্ষকরা জানান, 'অকৃতকার্য শিক্ষার্থীরা একেকজন ৫ থেকে ৭ বিষয় ফেল করেছে। তারা রাজনৈতিক ছত্রছায়ার কারণে এত বড় দুঃসাহস পেয়েছে। আমাদের লাঞ্ছিত করেছে, দারোয়ানকে মারধর করেছে।' ফরিদগঞ্জ থানার ওসি আ. মান্নান বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।