সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রতিযোগিতা অনুষ্ঠিত ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। বস্ত্র বিতরণ ম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাছির উদ্দিন মাস্টারের অর্থায়নে তিন শতাধিক শীতবস্ত্র বিভিন্ন এলাকার নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার পারভাঙ্গুড়া ইউপির পাথরঘাটা চক্রপাড়াস্থ নিজ বাস ভবন চত্বরে এলাকার সমাজ সেবক মো. গোলজার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম হাসনাইন রাসেল। কাচারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. বেলাল উদ্দিন খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পারভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান হেদায়তুল হক মাস্টার, উপজেলা আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক। সংবর্ধনা প্রদান ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রোববার বিকালে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। একই সময় ওই ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য মো. মনু মিয়াকে এবং এই এলাকার এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়। পাঁচপীর জ্বালাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সালমান। আইনশৃঙ্খলা সভা ম নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা অফিসার্স ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউলস্নাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মংলাওয়ে মার্মা, পার্বত্য মন্ত্রী প্রতিনিধি খাইরুল বশর, নাইক্ষ্যংছড়ি উপজেলা হাসপাতালের প্রধান আবু জাফর সেলিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, উপজেলা কৃষি অফিসার এনামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার রাজা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান। কম্বল বিতরণ ম সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জে সরদার মহসিন মেডিকেল সেন্টার (দাতব্য চিকিৎসালয়)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দাতা ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার টিপু ১৫ হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করবেন। তার প্রতিনিধি দল গত ২১ জানুয়ারি এ কার্যক্রমের উদ্বোধন করেছেন। কম্বল বিতরণের ৪র্থ দিন গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে এ কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য দেন সরদার মহসিন মেডিকেল সেন্টারের (দাতব্য চিকিৎসালয়) পরিচালক মো. জুলফিকার আলী চন্দন সরদার, দাতব্য চিকিৎসালয়ের প্রেস সচিব মো. হাসানুজ্জামান হাসান, জাপা নেতা মো. শফিকুল ইসলাম বাদশা, স্থানীয় শিক্ষক মো. সাদেকুল ইসলাম বিএসসি ও মো. আলম মিয়া বিএসসি প্রমুখ। উপহার প্রদান ম শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরা শালিখার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) আড়পাড়া শাখার আয়োজনে ৫ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ব্যাংক অঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. কামাল হোসেন। বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপক একেএম ওয়াহিদুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আড়পাড়া বণিক সমিতির সভাপতি সুভাষ চন্দ্র রায় ও মাস্টার হাজী মো. হাফিজুর রহমান। পুরস্কার বিতরণ ম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে পুরস্কার বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এ জে এম মাসুদুর রহমানের সভাপতিত্বে অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিফ ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) আফিদা রহমান। বিশেষ অতিথি ছিলেন চিফ ইন্সট্রাক্টর (নন-টেক) দূর্গা চরন রায়। শ্রদ্ধা নিবেদন ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু'র কবরে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটি। বুধবার দুপুরে উপজেলার হাইলধরস্থ কবরে এ শ্রদ্ধা জানানো হয়। পরে মরহুমের আত্মার মাগফিরাতে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান চৌধুরী সেলিম, সাবেক সাধারণ সম্পাদক শাহজান আলম চৌধুরী টিপু, মোহাম্মদ শাহাদাত হোসেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শামীম চৌধুরী মোহাম্মদ রফিক, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সম্পাদক মো. সেলিম, যুবলীগ নেতা মোহাম্মদ ওমর ফারুকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বার্ষিক মাহফিল ম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি নোয়াখালীর চাটখিলের হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর গ্রামের প্রাণকেন্দ্রে বাগে ইব্রাহিম দারুল আযহার মাদ্রাসার বার্ষিক মাহফিল সোমবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাহফিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ইউসুফের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকার টঙ্গী জামেয়া নূরিয়া মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা নজির আহমাদ। বিশেষ বক্তা ছিলেন ঢাকা সানারপাড় জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি আবু তাহের আল মাদানী ও চাটখিলের জামেয়া ওসমানীয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ। পুলিশিং সমাবেশ ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গফরগাঁওয়ে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার গফরগাঁও থানার আয়োজনে শিলাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নাজমুল হক ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। গফরগাঁও থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ইউএনও আবিদুর রহমান, গফরগাঁও থানার ওসি ফারুক আহাম্মেদ, পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান। বর্ধিত সভা ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর মান্দায় ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ভারশোঁ ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। এসময় ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমনের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলী খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ (বাবু), কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আব্দুল লতিফ। সহায়তা প্রদান ম মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি মহেশপুরে ১৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ৫৮ বিজিবি। সোমবার বিকালে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা, সহকারী পরিচালক সাইফুল ইসলাম, ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার লান্টু, প্রেস ক্লাব সভাপতি আ. রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালা ম মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি মোহনগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, নেত্রকোনা, ডা. জাহাঙ্গীর আলম প্রধান উপ-পরিচালক মাতৃস্বাস্থ্য পরিবার পরিকল্পনা, ডা. বাবুল চন্দ্র সরকার, সহকারী পরিচালক সিসি, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, আমিনূল ইসলাম সোহেল, আবুবকর চৌধুরী, জহর চৌধুরী, হাবিবুর রহমান, সোহাগ তালুকদার, পরিচালনায় সুদেব কর্মকার প্রমুখ। বিশেষ সভা ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাইকে এগিয়ে আসতে হবে। এলাকায় জঙ্গিবাদ, সন্ত্রাস এবং বাল্যবিয়ে শতভাগ মুক্ত করতে হবে। নেত্রকোনার পূর্বধলা উপজেলার জটিয়াবর কলেজ প্রাঙ্গণে মঙ্গলবার মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনে সচেতনতা ও বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ এসব কথা বলেন। বেসরকারি সংস্থা মানবতা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ খানের সঞ্চালনায় আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. জিনিয়া জামান, জটিয়াবর কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা। ফোরাম গঠন ম বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে প্রতিবন্ধিতা ও মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে মেন্টাল হেলথ নেটওয়ার্ক ফোরামের জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার। আর সদস্য সচিব করা হয়েছে প্রতিবন্ধী বিষয়ক সংস্থা এডিডি ইন্টারন্যাশনালের ফিল্ড কো-অর্ডিনেটর মো. এহসানুল হককে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা শহরের আলিয়া মাদ্রাসা রোডের এডিডি ইন্টারন্যাশনাল অফিসে এ কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধী বিষয়ক সংগঠন সংকল্পের সভাপতি শেখ হারুন অর রশিদ। কম্বল বিতরণ ম বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের বোয়ালমারীতে ২ হাজার শীতার্ত দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ডা. দিলীপ রায়। মঙ্গলবার উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়ার ডা. দিলীপ রায়ের নিজ বাড়িতে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্‌ পিকুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুজ্জামান মিন্টু, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল। আর্থিক সহায়তা ম বরুড়া (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার বরুড়ার হোসেনপুর গ্রামের গৃহহীন জয়নাল মিয়ার গৃহ নির্মাণে রক্তঋণ প্রবাসী ফোরামের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সামাজিক সংগঠন রক্তঋণ প্রবাসী ফোরামের সভাপতি গাজী মো. ওয়াহিদুল ইসলাম তার ব্যক্তিগত উদ্যোগে রক্তঋণ প্রবাসী ফোরামের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। রোববার রক্তঋণ সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক মো. শরীফ উদ্দিনের ব্যবস্থাপনায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মো. মেহেদী হাসান তার সঙ্গে একাত্মতা করে নিজেও ব্যক্তিগতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান শোভন, অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সৌরভ হোসেন প্রমুখ। শীতবস্ত্র বিতরণ ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মানবিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম ফরহাদুল আলমের পক্ষ থেকে অসহায়, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বাঁশখালী উপজেলার কালীপুর রামদাশহাটে নিজস্ব কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ.ন.ম ফরহাদুল আলম, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, জেলা যুবলীগ নেতা চৌধুরী মুহাম্মদ এরশাদ, পারভেজ। অভিভাবক সমাবেশ ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ সরকারি প্রথমিক বিদ্যালয়ের আয়োজনে সোমবার মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয় চত্বরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আহসানগঞ্জ সরকারি প্রথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাহিদ ইসলাম বিপস্নবের সভাপতিত্বে প্রধান শিক্ষক মোছা. সাহেদ আরা লিপির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. এবাদুর রহমান এবাদ। কার্ড বিতরণ ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৯নং হাইজাদী ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। ২৩ জানুয়ারি থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে এবং ২৭ জানুয়ারি পর্যন্ত কার্ড বিতরণ চলবে। এর আগে ২৩ জানুয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন ভূঁইয়া স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করেন। ইউপি চেয়ারম্যান আলী হোসেন ভূঁইয়া জানান, শান্তিপূর্ণভাবে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। স্মার্ট কার্ড সংগ্রহ করার ক্ষেত্রে ভোটাররা কোনো প্রকার হয়রানির শিকার হচ্ছেন না। কম্বল বিতরণ ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি তীব্রশীত ও হিমেল হাওয়ায় অসহায় পড়া দিনাজপুরের বীরগঞ্জের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)। টিএমএসএস বীরগঞ্জ শাখার আয়োজনে সোমবার বীরগঞ্জ মহিলা কলেজ প্রাঙ্গণে ২ শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিম জাহাঙ্গীর, টিএমএসএসের দিনাজপুর সহকারী পরিচালক (অপারেশন-০৯) ডোমেইন হেড মো. ওসমান গণি, করিমপুর ফাতেমাতুজ জোহরা (রা.) হাসপাতালের নির্বাহী কর্মকর্তা মো. জয়লান আবেদিন। ক্রীড়া উৎসব ম ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি শরীয়তপুর ডামুড্যা উপজেলা পরিষদ মাঠে শেখ কামাল আন্তঃস্কুল-মাদ্রারাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থা সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইউএনও হাছিবা খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন। শীতবস্ত্র বিতরণ ম উজিরপুর (বরিশাল) প্রতিনিধি বরিশাল জেলার উজিরপুরে প্রেস ক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার কম্বল দুস্থ শীতার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে। সোমবার উজিরপুর প্রেস ক্লাবের সভাকক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিয়া লিটনের সভাপতিত্বে ছিলেন উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন শাহা। পুরস্কার প্রদান ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগিতায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিকালে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল আলমের সভাপতিত্বে এ সময় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার।