বীর মুক্তিযোদ্ধা কাজী নজরুল ইসলামের নামাজে জানাজা মঙ্গলবার অনুষ্ঠিত হয় -যাযাদি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামের মৃত চাঁন কাজীর ৪র্থ ছেলে বীর মুক্তিযোদ্ধা কাজী নজরুল ইসলাম আর নেই। সোমবার দিবাগত রাত ৮টায় নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন করা হয়। জানাজার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ও অফিসার ইনচার্জ মো. ফিরোজ আলমের নেতৃত্বে এবং সেনাবাহিনীর পক্ষে ওয়ারেন্ট অফিসার মো. সেলিমের নেতৃত্বে গার্ড অব অনার প্রদর্শন করা হয়। একইসঙ্গে বাহিনীর পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।