ভাঙ্গায় পাগলা কুকুরের কামড়ে আহত ২৪

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় গত ২ দিনে পাগলা কুকুরের কামড়ে ২৪ জন লোক আহত হয়েছে। এ ঘটনা জানাজানি হলে পৌরবাসীর মধ্যে কুকুর আতংক বিরাজ করছে। আহত ১৯ জন ভাঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। জানা যায়, মঙ্গলবার সকালে সাদা রঙের একটি কুকুর কোটর্পাড় এলাকায় হঠাৎ করে মানুষকে পিছন থেকে কামড় দিয়ে ধরে রাখে। এভাবে প্রায় ১০ জনকে কামড় দেয়ার পর এলাকাবাসী কুকুর মারার চেষ্টা করে। এরপর কুকুর পালিয়ে ভাঙ্গা বাজার এসে বিভিন্ন শ্রেণির ১৪ জনকে কামড় দিয়ে আহত করে। ভাঙ্গা পৌরসভার ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন জানান, আগে কুকুর মারা হতো কিন্তু কোটর্ থেকে কুকুর মারার নিষেধ থাকায় কোনো পদক্ষেপ নিতে পারিনি।