মুক্তিযুদ্ধের সরকার আর হেঁাচট খাবে না :ইনু

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

দুগার্পুর (নেত্রকোনা) সংবাদদাতা
সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেন, এদেশের মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছিলেন গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়া, সে স্বপ্ন এখন আর হেঁাচট খাবে না। বাংলাদেশ গণতান্ত্রিক ও সাম্যের পথে মাথা উঁচু করে হঁাটবে। একবার রাজাকারের সরকার একবার মুক্তিযুদ্ধের সরকার রাজনীতির এই মিউজিক্যাল চেয়ারের খেলায় বাংলাদেশ আর ডুবে যাবে না। মুক্তিযুদ্ধের সরকারের বিকল্প মুক্তিযুদ্ধের সরকারই হবে। ব্রিটিশবিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহান নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা কমরেড মনি সিংহ স্মরণে নেত্রকোনার দুগার্পুরে টঙ্ক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সাত দিনব্যাপী কমরেড মনিসিংহ মেলায় বুধবার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ রুহুল আমিন চুন্নুর সভাপতিত্বে উপজেলা সিপিবি সভাপতি আলকাছ উদ্দিন মীরের সঞ্চালনায় মুক্তিযুদ্ধ ও একটি সাম্যের বাংলাদেশ ওই বিষয়ের ওপর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মনি সিংহের সন্তান ডা. দিবালোক সিংহ, ’৯০-এর গণ-আন্দোলনের ছাত্রনেতা সাবেক জাসদ ছাত্রলীগ সভাপতি জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোকলেছুর রহমান মুকতাদির, আয়কর উপদেষ্টা অজয় কুমার সাহা, দুগার্পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমদাদুল হক খান, পৌরমেয়র হাজী আব্দুস ছালাম প্রমুখ।