মেহেরপুরে ঠাÐা জনিত রোগের প্রকোপ

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে নিউমোনিয়া, ব্রঙ্কালাইটিসসহ ঠাÐাজনিত শিশু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই ২০-২৫টি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভতির্ হচ্ছে হাসপাতালে। প্রচÐ শ্বাসকষ্ট ও জ্বরে কাতর হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এ সমস্ত শিশুরা। প্রতিদিনই ২০-২৫টি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভতির্ হচ্ছে হাসপাতালে। গত কয়েক দিনে প্রায় শতাধিক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ২৫০-৩০০ রোগী ভতির্ থাকছে, যার বেশিরভাগই নিউমোনিয়া ও ব্রঙ্কালাইটিস রোগে আক্রান্ত। এদিকে ওষুধ সংকটের কারণে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।