এক থোকায় ৬ আনারস!

প্রকাশ | ১৩ জুলাই ২০১৮, ০০:০০

বিলাইছড়ি (রাঙামাটি) সংবাদদাতা
রাঙামাটির বিলাইছড়ি উপজেলা ফলদ বৃক্ষমেলায় এক থোকায় ছয় আনারসের ব্যতিক্রমী দেশীয় একটি আনারস দেখা গিয়েছে। উপজেলার বিলাইছড়ি ইউনিয়নের পাংখোয়াপাড়া গ্রামের রোয়াল খাম পাংখোয়া তার বাগান থেকে ফলদ বৃক্ষমেলায় এই আনারস নিয়ে যান। বিলাইছড়ি উপজেলা উপ-সহকারী কৃষি কমর্কতৃা নূর মোহাম্মদ জানান, তিনি কৃষকের বাগানে গিয়েছেন। আনারস চাষসহ কৃষিকাজে তার যথেষ্ট আগ্রহ রয়েছে। তার বাগানে এক থোকায় ছয়টি আনারস প্রজনন-সংক্রান্ত কারণেই হতে পারে। এক থোকায় একই সময় ছয়টি চারা প্রজনন লাভ করায় ছয়টি আনারসই সমান আকার ও সমান পরিপক্কতা লাভ করেছে বলে তিনি জানান। উল্লেখ্য, বিলাইছড়ি উপজেলা কৃষি বিভাগ ১০ জুলাই হতে ১২ জুলাই তিন দিনের ফলদ বৃক্ষমেলার আয়োজন করেছে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা।