বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে আহত

বাগেরহাট প্রতিনিধি
  ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর আহত হয়েছেন অনুকুল গাইন (৪২) নামের একজন জেলে। শুক্রবার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশ্চিম আমুরবুনিয়া খালে এ ঘটনা ঘটে।

আহত জেলের সঙ্গে থাকা চাচাতো ভাই নিধির গাইন জানান, মোরেলগঞ্জ উপজেলার আমুর বুনিয়া গ্রামের মুকুন্দ গাইনের ছেলে অনুকুল গাইন ও প্রতিবেশী বারেক শেখের ছেলে মাহবুব শেখ (৩৫) শুক্রবার সকালে আমুরবুনিয়া সুধীরের সিলা এলাকায় খালে চরগড়া জাল দিয়ে মাছ ধরছিল। এ সময় বনের মধ্যে থেকে একটি বাঘ এসে হঠাৎ আক্রমণ করে অনুকুলকে বনের দিকে টেনে নিতে চেষ্টা করে। এ সময় সঙ্গী মাহবুবের ডাক চিৎকারে কাছের আমুরবুনিয়া গ্রামের ১৫-২০ জন লোক সুন্দরবনে গিয়ে অনুকুলকে উদ্ধার করে। বাঘের কামড়ে গুরুতর আহত অনুকুলকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধরা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. শাজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে