টিআইবির প্রতিবেদনে বাণিজ্যে প্রভাব পড়বে না :বাণিজ্যমন্ত্রী

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

কাউনিয়া (রংপুর) সংবাদদাতা
রংপুরের কাউনিয়ায় আলোচনা সভায় বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি Ñযাযাদি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, একাদশ জাতীয় সংসদ নিবার্চন নিয়ে টিআইবির প্রতিবেদনে দেশে বাণিজ্যে কোন প্রকার প্রভাব পড়বে না। এ সরকার উন্নয়নের সরকার, কারো কোন প্রতিবেদনেই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না। শুক্রবার বেলা ১২টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদবাগ স্কুল অ্যান্ড কলেজ মাঠে শুভেচ্ছা সভায় বক্তব্য শেষে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন বলেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছেন, সারাদেশসহ রংপুর অঞ্চলের অথৈর্নতিক উন্নয়নের জন্য কাজ করতে। প্রধানমন্ত্রী যে নিদের্শনা দিয়েছেন। তিনি সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সহযোগিতায় আগামী ছয় মাসের মধ্যে দেশে বাণিজ্য খাতের উন্নয়ন দৃশ্যমান হবে। শিল্প-কলকারখানা স্থাপনের মাধ্যমে কমর্সংস্থান সৃষ্টি করে রংপুর অঞ্চলসহ দেশের অথৈর্নতিক উন্নয়ন আরও ত্বরান্বিত করা হবে। গোটা উত্তরাঞ্চলে কীভাবে শিল্পায়ন করা যায় এবং সাবির্কভাবে সারা দেশে বাণিজ্য সম্প্রসারণ এবং ব্যবসা-বাণিজ্যে উন্নয়ন করা যায়। আগামী ২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন ডলার রপ্তানি জাতীয়ভাবে করা যায়। আমি জাতীয়ভাবে সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। একাদশ জাতীয় সংসদ নিবার্চনে জয়লাভের পর মন্ত্রিত্ব পেয়েই নিজ নিবার্চনী এলাকা কাউনিয়ায় আসেন বাণিজ্যমন্ত্রী। শুক্রবার সারাদিন নিজ এলাকা কাউনিয়ার টেপামধুপুর, বালাপাড়া, শহীদবাগ, কুশার্, হারাগাছ ইউনিয়ন ও হারাগাছ পৌরসভার বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।