নানিয়ারচরে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা ও উপজেলা প্রশাসনের অভিযান

প্রকাশ | ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
হাইকোর্টের নির্দেশে কাপ্তাই হ্রদে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা গুঁড়িয়ে দিতে নানিয়ারচর উপজেলা প্রশাসন অভিযান শুরু হয়েছে। বুধবার সকালে ইউএনও সৈয়দা সাদিয়া নুরিয়া (ভারপ্রাপ্ত) উপস্থিত থেকে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় এসব উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে নানিয়ারচর চুনিলাল সেতু এলাকা থেকে অভিযান পরিচালনা শুরু করে লেকের আশপাশের অবৈধভাবে স্থাপন দোকানপাট সরিয়ে নেওয়ার আদেশ দেয় উপজেলা প্রশাসন। এ ছাড়া নানিয়ারচরে বিলবোর্ড স্থাপন করে বোর্ডে সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া কাপ্তাই হ্রদের তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানান ইউএনও। উচ্ছেদ অভিযানে ইউএনও'কে সহযোগিতা করছেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরজামাল হাওলাদার ও থানার ওসি সুজন হালদারসহ পুলিশ সদস?্যরা। অন?্যদিকে দেখা গেছে রাঙ্গামাটির নানিয়ারচর চেঙ্গী নদীর জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে অসংখ্য অবৈধ স্থাপনা। এসব স্থাপনা গড়ে তোলা হয় শুষ্ক মৌসুমে হ্রদের পানি কমে গেলে ভেসে ওঠা জায়গায় ভরাট করে পিলার ও গাছের খুঁটি গেঁড়ে কাঁচা স্থাপনা নির্মাণ করে থাকে।