আবাসিক এলাকায় মিল বন্ধের দাবি

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
আবাসিক এলাকায় ডাল, হলুদ, গম ও মরিচ ভাঙার মিল বন্ধের দাবি উঠেছে। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর বরাবর আবেদনও জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে যশোর কোতোয়ালী থানাধীন টিবি ক্লিনিক মোড়ে আবাসিক এলাকায়। এলাকাবাসীর চরম ভোগান্তি আর দুবির্ষহ বসবাস বিপযর্স্ত হয়ে পড়ায় খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক বরাবর আবেদন জানিয়েছেন প্রিয়াংকা দেবনাথ নামের এক স্থায়ী বাসিন্দা। জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট আতাউর রহমান ২০১৬ সালের ১৩ অক্টোবর স্মারক নং- ৫৪৫ মূলে ৩০ দিনের মধ্যে অবৈধভাবে পুন:স্থাপনকৃত মিলটি বন্ধ করে পরিবেশসম্মত স্থানে স্থানান্তর করার জন্য নিদের্শক্রমে অনুরোধ করেন। কিন্তু এরপরও থেমে থাকেনি মিলটি। গত ১৫ জানুয়ারি ২০১৯ পুনরায় পরিবেশ অধিদপ্তর বরাবর আবেদন করেছেন এলাকাবাসীর পক্ষে প্রিয়াংকা দেবনাথ।