২ জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

স্বদেশ ডেস্ক
গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও কুমিলস্নার মুরাদনগরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতে চারজনকে জরিমানা করা হয়েছে। শনিবার এ অভিযান পরিচালনা করা হয়। গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে তিনজনের কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। শনিবার উপজেলার করতোয়া নদীর বোয়ালিয়া হাওয়াখানা পয়েন্টে বালু উত্তোলনের সময় তাদের আটক করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মো. আরিফ হোসেন অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের সময় চন্ডিপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে জুয়েল মিয়া (৩৮), সাদেকুল ইসলামের ছেলে ইব্রাহীম আলী (২২) ও লাল মিয়ার ছেলে মো. আসিফ মিয়াকে (২১) আটক করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ১৫ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্র্রেট আরিফ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়াকে তিন মাসের কারাদন্ড ও ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। এছাড়া ইব্রাহীম আলী ও আসিফ মিয়ার ১৫ দিন করে কারাদন্ড ও ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন। মুরাদনগর (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার মুরাদনগর উপজলার ২২টি ইউনিয়নের প্রতিটি এলাকায় অবৈধভাবে দিন ও রাতের আঁধারে ট্রাক্টরের মাধ্যামে শত শত হেক্টর কৃষিজমি ও গোমতী নদীর মাটি যাচ্ছে ৪৯টি ইটভাটায়। ফলে প্রতিনিয়ত কমছে ফসলি জমির পরিমাণ একইভাবে ফসলি জমির উর্বরতা শক্তি কমে গিয়ে ফসল উৎপাদনে দেখা দিচ্ছে বিপর্যয়। কোথাও কোথাও এই মাটি কেটে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কৃষক হত্যাসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এই উপজেলায়। বিভিন্ন ঘটনার পর অবশেষে কৃষিজমি রক্ষায় স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিতে শুরু করায় উপজেলার কৃষক ও সাধারণ মানুষের মাঝে প্রশাসনের প্রতি আস্থাসহ কৃষকদের মাঝে ফিরে আসছে স্বস্তি। তারই অংশ হিসেবে রাতের আঁধারে কৃষিজমি থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়ার সময় চয়নিকা ব্রিকস নামের একটি প্রতিষ্ঠানক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে উপজেলার যাত্রাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মো. আলাউদ্দীন ভূঞা জনী। ইউএনও মো. আলাউদ্দীন ভূঞা জনী জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩-এর ৫ নম্বর ধারায় ইটভাটায় ব্যবহারের উদ্দেশে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধ মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়েছে। অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা ও মুরাদনগর থানার এসআই ওমর ফারুক শাকিলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।