কুষ্টিয়া মডেল থানার বিট পুলিশিং সভা

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

কুষ্টিয়া সদর প্রতিনিধি
কুষ্টিয়া সদর মডেল থানায় বিট পুলিশিং সভায় বক্তব্য রাখছেন পুলিশ সুপার খাইরুল আলম -যাযাদি
কুষ্টিয়া সদর মডেল থানার আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. খাইরুল আলম। এ সময় পুলিশ সুপার মো. খাইরুল আলম বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন কুষ্টিয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান।