কাজিপুরে যমুনায় অবৈধভাবে মাছ শিকার

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রচলিত নিয়মকানুন না মেনে সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদী থেকে অবৈধ পন্থায় মাছ আহরণ করায় ক্রমাগত বিলীন হতে চলেছে মৎস্য সম্পদ। প্রকৃত মৎস্যজীবীরা অবৈধ পন্থায় মাছ আহরণ করায় যমুনা নদী থেকে মাছের বিভিন্ন প্রজাতি বিলীন হওয়ার আশঙ্কা করছে অভিজ্ঞ মহল। মৎস্যজীবী সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক শফিকুল ইসলাম মিন্টু জেলা মৎস্যজীবীদের পক্ষে জেলা প্রশাসক বরাবরে সম্প্রতি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে তিনি উলেস্নখ করেন যমুনার পানি কমে যাওয়ায় কিছু নামধারী মৎস্য ব্যবসায়ী যমুনা নদীতে অবৈধ চায়নাদুয়ারি, কারেন্ট জাল ও ব্যাটারি চালিত বিদু্যৎ শর্টসার্কিট দিয়ে মাছ শিকার করছেন। বিশেষ করে বিদু্যৎ শর্টসার্কিটে মাছ ধরায় মা মাছসহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ পরিণত হওয়ার আগেই মারা গিয়ে নদীতে পচে যাচ্ছে। ফলে মৎস্য সম্পদ ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে ইলিশ মাছ রক্ষার্থে সরকারিভাবে মৎস্যজীবীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা সত্ত্বেও কাজিপুরের যমুনায় জাটকা ধরা অব্যাহত রয়েছে। মৎস্যজীবীরা অবৈধ উপায় অবলম্বনসহ জাটকা নিধন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।