বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকদের ৬ দফা দাবিতে বিক্ষোভ

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকরা ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন। এ সময় বুড়িমারী স্থলবন্দরের আমদানি ও রপ্তানির কার্যক্রম সম্পূর্ণ অচল হয়ে পড়ে। শনিবার সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ ও কর্মবিরতি চলে দুপুর পর্যন্ত। এ সময় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তি শিকার হোন যাত্রীরা। বুড়িমারী স্থলবন্দরের শ্রমিক রাশেদুল ইসলাম বলেন, বুড়িমারী স্থলবন্দরে আমরা শ্রমিকরা অসহায়। মালামাল লোড আনলডে যে পরিমাণ মজুরি পাই তা দিয়ে সংসার চলে না। সংগঠনের নামে আমাদের টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণির নেতারা। আমাদের দাবি, ন্যায্য মজুরি দিতে হবে। এদিকে বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ যোগ দেন। তিনি সমাবেশ শ্রমিকদের প্রতিশ্রম্নতি দেয় সন্ধ্যার মধ্যে আলোচনা করে সব সমস্যার সমাধান নিশ্চিত করবেন। চেয়ারম্যানের এমন প্রতিশ্রম্নতি পেয়ে দুপুর ১টায় শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদান দেন।