শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউএনও'র গাড়ি দেখে দৌড়ে পালালেন বর

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

সদ্য এসএসসি পাস এক ছাত্রীকে (১৫) বিয়ে করতে এসেছিলেন বর সঙ্গে এসেছেন ৩০ জন স্বজন। খাবার পর্ব শেষ করেছেন শুরুতেই। এরমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হন ইউএনও। দুর থেকে ইউএনও'র গাড়ি দেখেই দৌড়ে পালান বর। সঙ্গে পালিয়ে যান তার স্বজনরাও। ঘটনাটি নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দাঁরপাড়া এলাকায়। শুক্রবার সন্ধ্যায় ঘটে এমন ঘটনা।

বড়াইগ্রামের ইউএনও মারিয়াম খাতুন বলেন, সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একটি বাল্যবিয়ে হচ্‌েছ। খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু আমার গাড়ি দেখেই বরসহ তার স্বজনরা পালিয়ে যান। পরে এ বিষয়ে কথা বলতে পাওয়া যায় শুধু ওই ছাত্রীর মাকে। তিনি কিশোরীছাত্রী প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে