মেহেরপুরের ৯ দিনব্যাপী যাত্রাপালার উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর শহরের সামসুজ্জোহা পার্কে ৯ দিনব্যাপী যাত্রাপালার উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই যাত্রাপালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মুনসুর আলম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, পুলিশ সুপার রাফিউল আলম এবং জেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ শিল্পীরা। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য যাত্রা শিল্পীকে বাঁচিয়ে রাখার জন্য বর্তমান সরকার সব রকম ব্যবস্থা করছে। বিভিন্ন সময় যাত্রা শিল্পীদের সরকার বিভিন্নভাবে অনুদান দিয়ে থাকে। গ্রামীণ সংস্কৃতি যাত্রাপালার কোনো বিকল্প নেই। এর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র, ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা যায়।