তিন জেলায় অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

স্বদেশ ডেস্ক
তিন জেলায় মাদকসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৯ কেজি গাঁজাসহ মো. শফিক (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. শফিক কসবা উপজেলার শাহপুর (রাজাপুর) এলাকার মোর্তুজ আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৬টার দিকে গোপীনাথপুর বাজারের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার সঙ্গে থাকা বস্তা তলস্নাশি করে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্যের আইনে মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী অফিস জানায়, রাজশাহীতে ৩০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় মারুফ হাসান (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। শনিবার রাত পৌনে ৯টার দিকে নগরীর উপশহর নিউমার্কেট এলাকায় এ ঘটনার সময় পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে আটক করে। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় তিনজনের নাম উলেস্নখ করে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে দুইজনকে আদালতে চালান দেওয়া হয় বলে বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম জানান। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর পবা থানার বেতকুড়ি গ্রামের গোলাম মর্তুজার ছেলে মাবুদ সরকার অনিক (২৩) ও বোয়ালিয়া মডেল থানার বোষপাড়া তেঁতুলতলা এলাকার সেলিম আমজাদের ছেলে সাকিবুল ইসলাম স্বাধীন (২১)। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ শনিবার বিকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের মানিকপুর বাজারের পূর্ব পাশে অবস্থিত হাসু মার্কেটের সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে প্রত্যেকের কাছে থাকা ১৫০০ গ্রাম করে মোট ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাকৃতরা হচ্ছে, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার খারইখালী গ্রামের আফজাল শেখের ছেলে মো. সজিব শেখ (২২) ও ঢাকার শ্যামপুর থানার শহীদনগর এলাকার মৃত ফারুকের ছেলে মোহাম্মদ শামীম (২৩)। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে এক চাঞ্চল্যকর হত্যার মামলার প্রধান ও একক আসামি সাইদুর রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছের্ যাব-১১। শনিবার রাতে কক্সবাজার সদর উপজেলা এলাকায়র্ যাব-১১ নারায়ণগঞ্জের একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামি সাইদুর রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে আটক করেছে। নারায়ণগঞ্জের্ যাব-১১ অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা স্বাক্ষরিত রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে যায়যায়দিনকে জানান, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের চাংগাকান্দি গ্রামের সুধার ছেলে সাইদুর রহমান। মাদকাসক্ত থাকায় এবং বিয়ের পর থেকে পরকীয়া সন্দেহে প্রায়ই ভিকটিমের সঙ্গে পারিবারিক কলহে লিপ্ত হতো। এর জের ধরে গত ২ ফেব্রম্নয়ারি রাতে ভিকটিমকে লোহার শিকল দিয়ে বেঁধে দুই ছেলের সামনে লোহার হাতুরি দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এ সময় ভিকটিমের দুই ছেলে সিয়াম ও অর্নবের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ঘাতক স্বামী পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে সোনারগাঁ স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।