বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দুই শিক্ষাথীর্

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা নিবার্হী কমর্কতার্ সুরাইয়া খানের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দুই স্কুল ছাত্রী। তারা হলো সিংহদী মোতালেব ভ‚ইয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষাথীর্ তানজিলা আক্তার (১৪) ও একই শ্রেণির আলহাজ শাহজালাল মিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষাথীর্ নাজনীন আক্তার (১৫)। শুক্রবার দুপুরে আড়াইহাজার পৌরসভার খামারদী গ্রামের মঞ্জুর হোসেন মেয়ে নাজনীনের সাথে নোয়াপাড়া এলারকার সৈয়দ খানের ছেলে জুয়েল মিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। প্রশাসনিক হস্তক্ষেপে বরযাত্রী আসার আগেই বাল্যবিয়েটি বন্ধ হয়ে যায়। এর আগে বৃহস্পতিবার রাতে হাইজাদী ইউনিয়নের সিংদী হাজীপাড়া এলাকার নুরুল ইসলামের মেয়ে তানজিলার সাথে একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে কামাল হোসেনের বিয়ে হওয়ার কথা ছিল।