করতোয়া নদীর বুক জুড়ে ধান চাষ

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
শাহজাদপুর শহর ঘেঁষে নিরন্তর বয়ে চলা করতোয়া নদী ক্রমশই যৌবন হারাচ্ছে। এক সময়ের খর¯্রােতা এই নদীটি সময়ের বিবতের্ন দখল ও দূষণের কবলে পড়ে এখন মৃত নদীতে পরিণত হয়েছে। আর এ সুযোগে ধানসহ নানা ফসল চাষ করতে দেখা গেছে স্থানীয়দের। জানা যায়, শাহজাদপুরের বাঘাবাড়ী থেকে বগুড়া সারিয়াকান্দি পযর্ন্ত দীঘর্ এই নদীটি তার ঐতিহ্য হারিয়ে বাধের্ক্য উপনীত। একটি নদীর জন্য প্রবাহিত যতটুকু পানি থাকার প্রয়োজন তা নেই বললেই চলে। যতটুকু পানি আছে তা দেখে বোঝার উপায় নেই এটি একটি প্রাচীন খর¯্রােতা নদী। এক সময়ের বাঙ্গালা নদী বতর্মানে করতোয়া নাম ধারণ করে বগুড়া সারিয়াকান্দি থেকে শাহজাদপুরের বাঘাবাড়ী যমুনা ও বড়াল নদীর মোহনায় মিলিত হয়েছে। অথচ বেশিদিন আগের কথা নয় যখন নদীর বুক জুড়ে নিরন্তর বয়ে চলত ছল ছল পানি। আর জেলেদের কমর্ব্যস্ত দেখা যেত মাছ শিকারে। নদীতে গুনটানা নৌকা চলতে দেখা যেত। করতোয়া অববাহিকায় শাহজাদপুর উপজেলা শহর অবস্থিত হওয়ায় এই করতোয়া নদীপথেই বেশ কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ নৌকা পথে শহরে আসতেন। কিন্তু সময়ের বিবতের্ন ঐতিহ্যবাহী করতোয়া নদী পানি শূন্য হয়ে পরায় বুক জুড়ে জেগে উঠে ধুধু বালু চর। আর এ সুযোগে ধান, সরিষাসহ নানা ফসল চাষ করছেন স্থানীয়রা। নদীর এমন গতিপথ ও পানির প্রবাহ কমে যাওয়ায় শাহজাদপুরের অথর্নীতিতেও বিরূপ প্রভাব পড়েছে। জেলেরা মৎস্য শিকার থেকে বঞ্চিত হচ্ছে।